IMD Latest Weather Update: ২৪ ঘণ্টার মধ্যেই স্থলভাগে ঢুকবে নিম্নচাপ! প্রবল ঝড়বৃষ্টি এসব জেলায়, কবে বর্ষা থেকে স্বস্তি জানিয়ে দিল আলিপুর
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Latest Weather Update: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এটি ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে।
advertisement
1/5

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এটি ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে।
advertisement
2/5

এর প্রভাবে আজ, অর্থাৎ বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা।
advertisement
3/5
দক্ষিণবঙ্গে বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
advertisement
4/5
বৃহস্পতি ও শুক্রবারে মূলত মেঘলা কখনও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
5/5
কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি হওয়ার কারণে সাময়িক স্বস্তি মিলেছে। সারা দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। কাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে শহরে। উইকেন্ডে বৃষ্টি কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Latest Weather Update: ২৪ ঘণ্টার মধ্যেই স্থলভাগে ঢুকবে নিম্নচাপ! প্রবল ঝড়বৃষ্টি এসব জেলায়, কবে বর্ষা থেকে স্বস্তি জানিয়ে দিল আলিপুর