Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! ফের টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে, কত দিন চলবে বৃষ্টি?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এবং ক্রমশ ও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে।
advertisement
1/4

এর প্রভাবে আজও কাল উত্তর ও দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সাত ই সেপ্টেম্বর। মৎস্যজীবীদের আজ ও কাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা।
advertisement
2/4
দক্ষিণবঙ্গে আজ এবং আগামিকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। আজ মঙ্গলবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা ঝারগ্রাম এবং পুরুলিয়া ও বাঁকুড়া জেলা তে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/4
আগামীকাল বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা ওঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলাতে।
advertisement
4/4
বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলিসহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার বইতে পারে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! ফের টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে, কত দিন চলবে বৃষ্টি?