IMD Latest Weather Update: এখনই বিদায় নিচ্ছে না বর্ষা! উত্তরে অতিভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে সামনের সপ্তাহেও বর্ষণের সম্ভাবনা
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update Durga Puja 2024: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে এবং বাড়বে তাপমাত্রা।
advertisement
1/6

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে এবং বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়তে থাকবে। প্রতীকী ছবি।
advertisement
2/6
আজ, অর্থাৎ শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। আপাতত সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। প্রতীকী ছবি।
advertisement
3/6
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি পরিমান ক্রমশ কমবে। সামনের সপ্তাহের মাঝামাঝি ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। প্রতীকী ছবি।
advertisement
4/6
আজ দুপুরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে মাত্র ৯.৬ মিলিমিটার। প্রতীকী ছবি।
advertisement
5/6
আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও বর্ষা বিদায়ের অনুকুল পরিস্থিতি তৈরি হয়নি বাংলায়। রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হলেও গত তিন দিন আচমকা থমকে গিয়েছে বর্ষাবিদায় পালা। ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ৬ দিন পরে, অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর বর্ষা বিদায় শুরু হয় দেশে। প্রতীকী ছবি।
advertisement
6/6
উত্তরবঙ্গে আজ শনিবারেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Latest Weather Update: এখনই বিদায় নিচ্ছে না বর্ষা! উত্তরে অতিভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে সামনের সপ্তাহেও বর্ষণের সম্ভাবনা