IMD Latest Weather Update: একদম সময় নেই হাতে, প্রবল ঝড়বৃষ্টি আসছে কলকাতা-সহ চার জেলায়! সঙ্গে বজ্রপাতের আশঙ্কা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Latest Weather Update: হাতে একদম সময় নেই আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি আসছে কলকাতা-সহ পার্শ্ববর্তী চার জেলায়। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখে নিন আবহাওয়ার আপডেট।
advertisement
1/5

হাতে একদম সময় নেই আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি আসছে কলকাতা-সহ পার্শ্ববর্তী চার জেলায়।
advertisement
2/5
যে চার জেলায় বৃষ্টিক সম্ভাবনা রয়েছে সেগুলি হল কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
advertisement
3/5
বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে থাকবে প্রবল বজ্রপাতের আশঙ্কাও।
advertisement
4/5
মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা থেকে ডালটনগঞ্জ হয়ে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর কোন সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব কম দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। সামান্য বাড়বে তাপমাত্রা বেশি বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি!
advertisement
5/5
আগামিকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে আগামীকাল থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস পরবর্তী দু-তিন দিন। অতি ভারী বৃষ্টি রবিবার হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Latest Weather Update: একদম সময় নেই হাতে, প্রবল ঝড়বৃষ্টি আসছে কলকাতা-সহ চার জেলায়! সঙ্গে বজ্রপাতের আশঙ্কা