IMD Latest Weather Update: সপ্তাহান্তে আবহাওয়ার বদল! ঝেপে আসবে ঝড় বৃষ্টি, তালিকায় রয়েছে কোন কোন জেলা? হাওয়া অফিসের বড় খবর
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
IMD Latest Weather Update: ঘূর্ণিঝড়ের প্রভাবে বিগত দুদিনে তাপমাত্রার পারদ অনেকখানি কমেছিল দক্ষিণের জেলাগুলিতে। দুর্যোগের পালা আপাতত শেষ। ফের বাড়বে তাপমাত্রার পারদ।
advertisement
1/7

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিগত দুদিনে তাপমাত্রার পারদ অনেকখানি কমেছিল দক্ষিণের জেলাগুলিতে। দুর্যোগের পালা আপাতত শেষ। ফের বাড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণের অন্যান্য জেলার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে জেলা পুরুলিয়ায়।
advertisement
2/7
পুরুলিয়া জেলায় জুড়ে তাপমাত্রার পারদও পরিবর্তন হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাব জেলা পুরুলিয়ার উপর দিয়ে না গেলেও মেঘলা আকাশ হয়েছিল জেলায়। তবে আবারও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই দিন সকাল থেকেই রোদের দাপট দেখা দিয়েছে।
advertisement
3/7
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশই বেড়েছে তাপমাত্রার পারদ। এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
advertisement
4/7
আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। বাড়বে তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে।
advertisement
5/7
তবে এরপর চলতি মাসে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এইদিন দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনায় , বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৩০ থেকে ৩৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
advertisement
6/7
দক্ষিণের জেলাগুলি শুষ্ক থাকলেও উত্তরে জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তীব্রমাত্রায় ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
7/7
ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব চলেছিল দক্ষিণের একাধিক জেলায়। যদিও জেলা পুরুলিয়ায় তার প্রভাব একেবারেই পড়েনি। তবে, এই মুহূর্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া জেলাতে নেই বলেই জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Latest Weather Update: সপ্তাহান্তে আবহাওয়ার বদল! ঝেপে আসবে ঝড় বৃষ্টি, তালিকায় রয়েছে কোন কোন জেলা? হাওয়া অফিসের বড় খবর