IMD Latest Weather Update: এবার ঝড়বৃষ্টির শক্তিশেল! সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা দুর্যোগ! কবে কোথায় বৃষ্টি?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Latest Weather Update: দক্ষিণবঙ্গে আগামী তিনদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরেও রেহাই নেই, ফের শুরু হবে ভারী বৃষ্টির দিন। কিছু জেলায় বাড়তে পারে ঝড়বৃষ্টি। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ।
advertisement
1/5

আরব সাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করছে। উত্তরমুখী হয়ে এটি আরো শক্তিশালী হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ২৭ শে মে মঙ্গলবার। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা।
advertisement
2/5
মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আগামী ৪৮ ঘন্টায় ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকে যাবে বলে অনুমান। দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ ও কমিউনি এলাকার বেশিরভাগ অংশের ঢুকে পড়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
advertisement
3/5
দক্ষিণবঙ্গে আগামী তিনদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
4/5
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। (File Photo: PTI)
advertisement
5/5
বুধবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Latest Weather Update: এবার ঝড়বৃষ্টির শক্তিশেল! সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা দুর্যোগ! কবে কোথায় বৃষ্টি?