IMD Latest Rain Forecast|| আকাশের মুখ ভার, ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, জানুন সর্বশেষ পূর্বাভাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
IMD latest rain alert: দোল কাটতে না কাটতেই বৃষ্টিপাতের পূর্বাভাস। বিগত বেশ কিছুদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছিল মানুষকে। তার মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস পেয়ে খুশি পুরুলিয়াবাসী।
advertisement
1/8

*দোল কাটতে না কাটতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিগত বেশ কিছুদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছিল রাজ্যের মানুষকে। আর এরই মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ায় খুশি রাজ্যবাসী। প্রতিবেদনঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। ফাইল ছবি।
advertisement
2/8
*রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আজই। ফাইল ছবি।
advertisement
3/8
*দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে এদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। যার মধ্যে রয়েছে পুরুলিয়াও। ফাইল ছবি।
advertisement
4/8
*হাওয়া অফিসের পূর্বাভাস, এ দিন পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামিকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস, যা শুনে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পুরুলিয়াবাসী। ফাইল ছবি।
advertisement
5/8
*দোল উৎসবের দুটি দিনই রোদের প্রখর তাপে অস্বস্তিতে কাটিয়েছে পুরুলিয়ার বাসিন্দারা। তাই স্বাভাবিকভাবেই হাওয়া অফিসের এই বৃষ্টিপাতের পূর্বাভাস শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুরুলিয়া। ফাইল ছবি।
advertisement
6/8
*এ দিন সকাল থেকেই পুরুলিয়ায় আকাশের মুখ ভার। মেঘাচ্ছন্ন আকাশ আর বাতাসে বসন্তের হাওয়া দিয়েই দিন শুরু হয়েছে পুরুলিয়াবাসীর। তবে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
7/8
*বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস । আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই সপ্তাহের শেষে অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে রেহাই পেয়ে খুশি পুরুলিয়াবাসী। ফাইল ছবি।
advertisement
8/8
*গত কয়েকদিনে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল তাতে কার্যত নাজেহাল হয়ে উঠেছিল সকলেই । ফলে স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত বৃষ্টি না হলেও রোদের দাপট কমায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন মানুষজন। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Latest Rain Forecast|| আকাশের মুখ ভার, ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, জানুন সর্বশেষ পূর্বাভাস