IMD Kalbaisakhi Alert: বাংলার আকাশে চরম দুর্যোগের মেঘ! তোলপাড় হবে ঝড়-বৃষ্টি-বিদ্যুতে, জেলায় জেলায় তোলপাড়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
IMD Kalbaisakhi Alert: হাওয়া অফিসের পূর্বাভাস মতই এদিন সকাল থেকেই আবহাওয়া বদল হল। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ।
advertisement
1/12

: সকালবেলায় জমজমাট রোদ বেলা গড়াতেই ভোলবদল৷ আকাশ ছেয়েছে ঘন কালো মেঘে৷ প্রবল দুর্যোগের আশঙ্কায় প্রহর গুনছে বাংলা৷ ঝড়-বজ্র-বিদ্যুতের দামাল দাপট ফের একবার জেলায় জেলায়৷
advertisement
2/12
উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। আর সেই কথাই ফলে গেল৷
advertisement
3/12
বাংলাদেশের মাথার উপর ঘূর্ণাবর্ত এবং অসমের মাথার উপর বিস্তৃত রয়েছে এছাড়াও ভারতীয় উপমহাদেশের উপর তৈরি হয়ে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা৷ এরই জেরে দেশের বিভিন্ন রাজ্যে ঝড়-বৃষ্টি কোথাও আবার বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিতে নাকাল হতে হবে৷
advertisement
4/12
বাংলাদেশের উপর বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, যা সমুদ্রতল থেকে ০.৯ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ যার জেরে ফের একবার অস্থির হতে পারে বাংলার ওয়েদার৷
advertisement
5/12
পাশাপাশি অসম ও তার পার্শ্ববর্তী উপর দিয়েও বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে৷ সেটি ১.৫ কিমি উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
6/12
পাশাপাশি একটি ট্রফ বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে৷ সমুদ্রতলের উপর দিয়ে ০.৯ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
7/12
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রাবৃদ্ধি পাচ্ছে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাল, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় আংশিক মেঘলা আকাশ।
advertisement
8/12
বিকেলের পর বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আবহাওয়ার ভেলকি নাচন। একদিকে বৃষ্টি অন্যদিকে পার্বত্য অঞ্চলে তুষারপাত। দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা বাড়ছে।
advertisement
9/12
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টা দিঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ২৫ মার্চ সোমবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
10/12
দিঘায় শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। বাতাসে আর্দ্রতা পরিমাণ ৮২ শতাংশ। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই বাড়ছে তাপমাত্রা। সোমবার দিঘার আবহাওয়া বদলাবে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়।
advertisement
11/12
হাওয়া অফিসের পূর্বাভাস মতোই এদিন সকাল থেকেই আবহাওয়া বদলাল। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বজ্র-বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
advertisement
12/12
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যায় হাওয়া অফিসের রিপোর্টে। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Kalbaisakhi Alert: বাংলার আকাশে চরম দুর্যোগের মেঘ! তোলপাড় হবে ঝড়-বৃষ্টি-বিদ্যুতে, জেলায় জেলায় তোলপাড়