TRENDING:

IMD: ঘূর্ণিঝড় হোক বা নিম্নচাপ, এবার ঝটপট মিলবে নিখুঁত আপডেট! ডায়মন্ড হারবারে বড় কাজে হাত লাগাল IMD

Last Updated:
ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নিখুঁত তথ্য দিতে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে বসছে অত্যাধুনিক র‍্যাডার। "এক্স" ব্যান্ড ডপলার র‍্যাডারটি ১৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস দিতে সক্ষম হবে‌।
advertisement
1/6
ঘূর্ণিঝড় হোক বা নিম্নচাপ, এবার ঝটপট মিলবে নিখুঁত আপডেট! ডায়মন্ড হারবারে চলছে বড় কাজ
ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নিখুঁত তথ্য দিতে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে বসছে অত্যাধুনিক র‍্যাডার। "এক্স" ব্যান্ড ডপলার রেডারটি ১৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস দিতে সক্ষম হবে‌। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
ইতিমধ্যে এই কাজ করার জন্য মহিলা বিশ্ববিদ্যালয় চত্বরে ইন্ডিয়ান মিটারোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)-র পক্ষ থেকে সেখানে একটি অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপন করা হয়েছে।
advertisement
3/6
এই বিশ্ববিদ্যালয় দশতলা উঁচু। যেহেতু ওই চত্বরে এই উচ্চতার আর কোনও বিল্ডিং নেই, তাই আবহাওয়া দফতর এই ভবনটিকে বেছে নিয়েছে। এই র‍্যাডার বসলে সুন্দরবন-সহ রাজ্যের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ও অন্যান্য ধরনের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিতে সুবিধা হবে।
advertisement
4/6
নির্ধারিত ব্যাসার্ধের মধ্যে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা পড়বে। বৃষ্টির শক্তিশালী মেঘ বা বজ্রগর্ভ মেঘ তৈরি হলে তার গতিপ্রকৃতি আরও ভালভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং পূর্বাভাস দেওয়া যাবে অনেকটাই নিখুঁতভাবে।
advertisement
5/6
পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য এখন একটি র‍্যাডার আছে কলকাতায় নিউ সেক্রেটারিয়েট ভবনের মাথায়। এটি 'এস' ব্যান্ডের, কাজ করে প্রায় ৫০০ কিমি এলাকা জুড়ে। একটি র‍্যাডার দিয়ে গোটা রাজ্যে ঝড়বৃষ্টির মেঘের উপর নজরদারি চালাতে হয়।
advertisement
6/6
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাদে যে র‍্যাডারটি বসানো হচ্ছে তাতে কলকাতা ও লাগোয়া এলাকার কাজ চলবে। এই র‍্যাডার কাজ শুরু করলেই সুন্দরবন এলাকার আবহাওয়ার পূর্বাভাস আরও নিখুঁত ভাবে দেওয়া যাবে‌। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD: ঘূর্ণিঝড় হোক বা নিম্নচাপ, এবার ঝটপট মিলবে নিখুঁত আপডেট! ডায়মন্ড হারবারে বড় কাজে হাত লাগাল IMD
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল