TRENDING:

IMD Heavy Rainfall Alert: সোম-মঙ্গলে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা! ভাসবে কলকাতাও? IMD দিয়ে দিল বড় সতর্কবাণী

Last Updated:
IMD Heavy Rainfall Alert: আবহাওয়ার ফের টুইস্ট। রাতারাতি বদলে যাবে সপ্তাহশেষের পরেই। দক্ষিণবঙ্গের আগামী দুদিন সকালে হালকা কুয়াশা। কোথাও মাঝারি/ঘন কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ।
advertisement
1/17
সোম-মঙ্গলে দক্ষিণবঙ্গের ৭জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা! ভাসবে কলকাতাও?
আবহাওয়ার ফের টুইস্ট। রাতারাতি বদলে যাবে সপ্তাহশেষের পরেই। দক্ষিণবঙ্গের আগামী দুদিন সকালে হালকা কুয়াশা। কোথাও মাঝারি/ঘন কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ।
advertisement
2/17
সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেজে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। আগামী দুদিন আবহাওয়ার বড় ভোলবদল ইঙ্গিত হাওয়া অফিসের পূর্বাভাসে।
advertisement
3/17
৫ই ফেব্রুয়ারি, সোমবার; বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
advertisement
4/17
৬ই ফেব্রুয়ারি, মঙ্গলবার; বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
advertisement
5/17
সোমবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। বুধবার / বৃহস্পতিবার এর মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে আজ তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/17
কাল থেকে তিনদিনে ২/৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নামার সম্ভাবনা কম কলকাতায়।
advertisement
7/17
দার্জিলিং কালিম্পং এ শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি ওপরের পাঁচ জেলাতেই।
advertisement
8/17
দেশের অনেক রাজ্যে বৃষ্টির সঙ্গে ফের জাকিয়ে ফিরছে শৈত্যপ্রবাহ। যদিও উত্তর ভারতে দিনের বেলায় সূর্যের আলোর কারণে কিছুটা স্বস্তি পাচ্ছেন মানুষ। কিন্তু একইসঙ্গে দেশের বেশ কিছু রাজ্যে ঘন কুয়াশা সকাল থেকে রাত্রি বেগ দিচ্ছে জনজীবনে।
advertisement
9/17
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে দেশের রাজধানী দিল্লির বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে।
advertisement
10/17
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ৫ এবং ৬ ফেব্রুয়ারি সকালে পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির বিভিন্ন অংশে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ৩ এবং ৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হবে।
advertisement
11/17
৪ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারিও বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানে বৃষ্টি হবে। এই রাজ্যগুলিতে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাসও।
advertisement
12/17
দিল্লির আবহাওয়া:আবহাওয়া দফতর ৪ ফেব্রুয়ারি দিল্লিতে শক্তিশালী বাতাসের পাশাপাশি ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এর পরে, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পরিষ্কার আকাশের সঙ্গে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
13/17
উত্তরের রাজ্যগুলিতে পারদ নামবে ৪ ডিগ্রি। পঞ্জাব, হরিয়ানা, হিমাচল, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিমে পারদ ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
advertisement
14/17
আবহাওয়া অধিদফতর রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। আইএমডি-র অনুমান রবিবার দিল্লির আবহাওয়া পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবে। এ কারণে অধিকাংশ এলাকায় দমকা হাওয়া-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে।
advertisement
15/17
অন্যান্য রাজ্যের অবস্থা:স্কাইমেট ওয়েদার অনুসারে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হিমাচল প্রদেশ, গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হতে পারে।
advertisement
16/17
পশ্চিম হিমালয়ে তুষারপাতের তীব্রতা ৪ ফেব্রুয়ারি বাড়বে। ৫ ফেব্রুয়ারি আবারও হ্রাস পাবে এবং ৬ ফেব্রুয়ারি থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে।
advertisement
17/17
আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশের অনেক জায়গায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পঞ্জাব, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Heavy Rainfall Alert: সোম-মঙ্গলে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা! ভাসবে কলকাতাও? IMD দিয়ে দিল বড় সতর্কবাণী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল