IMD Bengal Weather Update: বড় খবর! হাতে আর কয়েক ঘণ্টা! আবারও বাংলায় ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা! তারপর আবহাওয়ার বদল
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
IMD Bengal Weather Update: রাজ্যজুড়ে শীত আমেজের মধ্যে আবারও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকটি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
1/8

রাজ্যজুড়ে শীত আমেজের মধ্যে আবারও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকটি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। মাঘ মাসের শুরু থেকেই রাজ্যজুড়ে তাপমাত্রা পারদ পতনে শীতের আমেজ বজায় রয়েছে।
advertisement
2/8
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে কম। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, আগামী দু তিন দিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। তারপরই রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রা।
advertisement
3/8
হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, আপাতত দক্ষিণ বঙ্গ জুড়ে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া, সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ বিরাজ করবে।
advertisement
4/8
আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা কুয়াশার প্রভাব থাকবে।
advertisement
5/8
দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার প্রভাব থাকলেও উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলি পাশাপাশি সমতলের জেলাগুলিতেও ঘন কুয়াশা সতর্কতা হওয়া অফিসের। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতানেমে আসবে ২০০ মিটারের নীচে।
advertisement
6/8
পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে তুষারপাতের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হওয়া অফিস। আগামী দু-তিন দিন প্রায় একই রকম থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে উপস্থিতি ঝঞ্ঝা প্রবেশ করবে ২২ জানুয়ারির পর।
advertisement
7/8
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতোই পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই শীতের আমেজ বজায় রয়েছে। মৃদুমন্দ উত্তরে হাওয়া বইছে। ফলে রাতের তাপমাত্রা সামান্য নামবে। ১৯ জানুয়ারি রবিবার দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ।
advertisement
8/8
এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় আগামী কয়েক দিন শীতের আমেজ বজায় থাকবে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Bengal Weather Update: বড় খবর! হাতে আর কয়েক ঘণ্টা! আবারও বাংলায় ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা! তারপর আবহাওয়ার বদল