IMD Bengal Weather Update: তোলপাড় ভারী বৃষ্টিতে ভাসছে উত্তর, কী হবে দক্ষিণে? বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসছে কোন কোন জেলায়, জানিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Salmali Das
- local18
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD Bengal Weather Update: ভোর হতে রোদের দেখা মিললেও আকাশ কোথাও কোথাও মেঘাচ্ছন্ন থাকতে দেখা যেতে পারে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
1/6

এ যেন দুর্যোগের মরসুম। তীব্র দাবদাহ থেকে রেহাই মিললেও একটানা বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত তারই সঙ্গে জুটি বেঁধেছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। যার ফলে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
2/6
ভোর হতে রোদের দেখা মিললেও আকাশ কোথাও কোথাও মেঘাচ্ছন্ন থাকতে দেখা যেতে পারে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হচ্ছে না।
advertisement
3/6
সময়ের আগেই বঙ্গে বর্ষার আগমন ঘটেছে। প্রচুর পরিমাণে মৌসুমী বায়ু প্রবেশ করছে রাজ্যে। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া সহ একাধিক দক্ষিণের জেলাগুলিতে।
advertisement
4/6
সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে পূর্ব বর্ধমান ও বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে।সপ্তাহান্তে কলকাতা সহ প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
5/6
উত্তরবঙ্গেও বর্ষা ঢুকতে আর বেশি দেরি নেই। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের পার্বত্য এলাকা গুলিতে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সর্বত্র। অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
advertisement
6/6
আবহাওয়া দফতরর সূত্রে খবর, পশ্চিম, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। প্রতি মুহূর্তেই এই নিম্নচাপ আরো শক্ত বাড়াচ্ছে। ফলে ভারী বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। গোটা সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Bengal Weather Update: তোলপাড় ভারী বৃষ্টিতে ভাসছে উত্তর, কী হবে দক্ষিণে? বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসছে কোন কোন জেলায়, জানিয়ে দিল হাওয়া অফিস