IMD Bengal Weather Update: পিছু ছাড়ছে না ঝড়বৃষ্টি, এক নজরে দক্ষিণের জেলাগুলির আপডেট!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD Bengal Weather Update: রোজকার নিয়ম করে চলছে বৃষ্টি। তাতেও কমছে না ভ্যাপসা গরম। ভারী বৃষ্টি না হলেও মাঝে মধ্যেই এক পশলা বৃষ্টি হতে দেখা যাচ্ছে দক্ষিণের জেলাগুলিতে।
advertisement
1/6

রোজকার নিয়ম করে চলছে বৃষ্টি। তাতেও কমছে না ভ্যাপসা গরম। ভারী বৃষ্টি না হলেও মাঝে মধ্যেই এক পশলা বৃষ্টি হতে দেখা যাচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। মেঘ সরিয়ে কখনও আকাশে তীব্র রোদ উঠছে আবার কখনও কালো মেঘে আকাশ ছাইছে। জেলা পুরুলিয়া চলছে রোদ বৃষ্টির খেলা।
advertisement
2/6
এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।তবে প্রতিনিয়তই আবহাওয়ার সঙ্গে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে।
advertisement
3/6
শুধু পুরুলিয়া নয় একইভাবে ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলাতেও। সকাল থেকেই মেঘলা আকাশ থাকছে জেলা জুড়ে। আবহাওয়ার উন্নতি খুব একটা হচ্ছে না বাঁকুড়ায়। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাতেও। দক্ষিণের বেশিরভাগ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
তালিকায় থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ সমস্ত জেলাতেই। তবে জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দোসর হতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস।
advertisement
5/6
অন্যদিকে উত্তরবঙ্গে আবারও শুরু হয়েছে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই। শুক্রবার পর্যন্ত পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
advertisement
6/6
তারপর পরিবর্তন হতে পারে আবহাওয়ার। পাহাড়ি রাস্তায় ধস নামার সর্তকতাও রয়েছে। এদিকে বৃষ্টির পরিমাণ সামান্য কমতেই আবারও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ।উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যা অবস্থান করছে। ক্রমাগত শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। ফলস্বরূপ ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আপাতত হালকা বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে এই অস্বস্তি আরও বাড়বে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Bengal Weather Update: পিছু ছাড়ছে না ঝড়বৃষ্টি, এক নজরে দক্ষিণের জেলাগুলির আপডেট!