Rain Alert| Latest Weather Forecast|| আজ ফের কালবৈশাখীর তাণ্ডব? বৃষ্টিতে ভাসবে জেলা? রইল আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Latest Weather Forecast: হঠাৎ করে দেখা দিল কালো মেঘ। হাওয়ার গতি বেড়ে গেল দুই থেকে তিন গুণ , তারপর শনশন আওয়াজ করে ঝড়...
advertisement
1/8

*বৃষ্টি হবে হবে করে অবশেষে মঙ্গলবার বিকেল বেলা বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড় তুলে বৃষ্টি হল বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে। হঠাৎ করে দেখা দিল কালো মেঘ। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি।
advertisement
2/8
*হাওয়ার গতি বেড়ে গিয়েছে ২-৩ গুণ, তারপর শনশন আওয়াজ করে ঝড় ওঠে। কোনওরকমে চোখ মুখ ঢেকে প্রত্যেকে নিজের মাথার ওপরে একটু আশ্রয় খুঁজে নেয়। শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঝড়। ফাইল ছবি।
advertisement
3/8
*প্রায় আধঘণ্টা থেকে ৪০ মিনিট চলে বৃষ্টিপাত। অনেকদিন ধরেই পূর্বাভাস ছিল বৃষ্টি হবে বাঁকুড়া জেলায়। কিন্তু গরম বাড়তে থাকলেও বৃষ্টির দেখা মেলেনি বহুদিন। অবশেষে সোমবার সেই বৃষ্টিতে কিছুটা রেহাই মিলল গরমের হাত থেকে। ফাইল ছবি।
advertisement
4/8
*আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। যদিও সকাল থেকে আকাশ উজ্জ্বল এবং পরিষ্কার। তবে দুপুর একটা থেকে শুরু হতে পারে মেঘের আনাগোনা। দুপুর এক'টা-পাঁচ'টা পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
5/8
*এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন একইরকম থাকবে আবহাওয়া এটাই পূর্বাভাস। বিকৃতভাবে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
6/8
*সূর্যোদয় হয় ভোর পাঁচটায় এবং সূর্যাস্ত হবে বিকেল ৬ঃ১৬ মিনিট মিনিট। আজ বাঁকুড়ার আবহাওয়ায় অতিবেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি থাকবে যা শরীরের পক্ষে ক্ষতিকর। ফাইল ছবি।
advertisement
7/8
*পশ্চিম থেকে পূর্বে ১৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাতাস। বাড়িতে আর্দ্রতার পরিমাণ অনেকটাই কম, কাটা ২৬ শতাংশে ঠেকেছে। বাঁকুড়ার বায়ুর গুণগতমান মাঝারি রকমের দূষিত যা সূচক ১১৩। ফাইল ছবি।
advertisement
8/8
*সোমবারের ঝড় বৃষ্টিতে আবহাওয়া কিছুটা ঠাণ্ডা হলেও এ দিন সকাল থেকেই বেড়েছে তাপমাত্রা যদিও দুপুরের দিকে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rain Alert| Latest Weather Forecast|| আজ ফের কালবৈশাখীর তাণ্ডব? বৃষ্টিতে ভাসবে জেলা? রইল আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস