Ilish Price: বাজারে নেই পদ্মার ইলিশ! পুজোর আগে বাজারে ঢুকল গুজরাটের ‘রুপোলি শস্য’, সুস্বাদু হবে তো...? কত দামে বিকোচ্ছে?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:NAWAB MALLICK
Last Updated:
Ilish Price: বাজারে মাত্র ৮০০ টাকা কেজি দরে দেদার বিকচ্ছে এক থেকে দেড় কেজির ইলিশ মাছ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
advertisement
1/6

বারবার আশা জাগিয়েও বঙ্গোপসাগরে এ রাজ্যের মৎস্যজীবীদের জালে ঠিকমত আসছে না পরিমাণ মত ইলিশ। তার উপর একাধিকবার আবহাওয়া খারাপের সতর্কতায় ফিরতে হয়েছে মৎস্যজীবীদের। ফলে এবার আর অপেক্ষা না করে গুজরাত থেকে আনা হচ্ছে ইলিশ। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6

যদিও এ রাজ্যের মৎস্যজীবীরা এখনও আশাবাদী। আবহাওয়া খারাপের সতর্কতা উঠলেই তারা রওয়ানা দেবেন। পুজোর মুখে মাছ আনার জন্য। তবুও জোগান ঠিক রাখতে গুজরাতের ভারুচ থেকে ইলিশ আনা হচ্ছে।
advertisement
3/6
ভরা বর্ষাতেও এ বার বাংলায় ইলিশের জোগান কমল কেন, তা নিয়ে বিস্তর অনুসন্ধান চলছে। প্রতিদিন গড়ে ১৫০-২০০ মেট্রিক টন ইলিশ ভর্তি ট্রাক ঢুকছে বাজারে।
advertisement
4/6
জানা গিয়েছে এই ইলিশ ৭০০-৮০০ গ্রাম ওজনের সেই ইলিশ মাছ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮০০ টাকা প্রতি কেজি দরে। ৯০০-১১০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০-১১০০ টাকা প্রতি কেজি দরে। সেই মাছ খুচরো বাজারে কেজি প্রতি ১৩০০-১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
advertisement
5/6
গুজরাত থেকে ৮০ শতাংশ মাছ লরিতে আসছে বাকি ২০ শতাংশ মাছ ট্রেনে আসছে। এখনও পর্যন্ত গুজরাতের ৪৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি হয়েছে বাজারে।
advertisement
6/6
তবে সপ্তাহ খানেকের মধ্যেই গুজরাতে মাছের উৎপাদন কমে যাবে। তার মধ্যেই বাংলার মৎস্যজীবীরা ঝাঁপাবেন সমুদ্রে। বাজারে ইলিশের যোগান স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ilish Price: বাজারে নেই পদ্মার ইলিশ! পুজোর আগে বাজারে ঢুকল গুজরাটের ‘রুপোলি শস্য’, সুস্বাদু হবে তো...? কত দামে বিকোচ্ছে?