Ilish: জালে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ! কালীপুজো ও ভাইফোঁটার আগেই বাজারে সুস্বাদু ইলিশ, কত দামে নামতে পারে?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Ilish: ইলিশ প্রেমীদের জন্য সুখবর! কালীপুজো ও ভাইফোঁটার আগেই বাজারে ইলিশের দাম উল্লেখযোগ্যভাবে কমবে, যা ভাইয়ের পাতে সস্তার ইলিশ নিশ্চিত করবে।
advertisement
1/6

কালীপুজো ও ভাইফোঁটাতে এবছর মিলবে সস্তার ইলিশ। গোটা মরশুমেই এবছর ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে ছিল। তার উপর এবছর প্রাকৃতিক বিপর্যয় বারবার সমস্যায় ফেলেছে মৎস্যজীবীদের। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
তবে এবছর ইলিশ সংরক্ষণ ও প্রজননের জন্য ২ রা অক্টোবর থেকে ১২ ই অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা দিয়েছিল প্রশাসন। ফলে এই কয়েকদিনে ইলিশ কিছুটা হলেও বেড়েছে। সেই মাছ এবার ধরা পড়বে।
advertisement
3/6
এবছর এখনও ঝড়-বৃষ্টির আবহাওয়া রয়ে গিয়েছে। ফলে ইলিশ পড়বেই। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা জানিয়েছেন, ১২ তারিখের পর একাধিক ট্রলার সমুদ্রের দিকে পারি দেবে। ভাইফোঁটার আগেই ফিরে আসবে তারা।
advertisement
4/6
সেই ট্রলারগুলি ফিরলে দাম কিছুটা কমবে ইলিশের। এবছর বারবার প্রাকৃতিক বিপর্যয়ে ইলিশ ধরার ক্ষেত্রে অসুবিধা হয়েছে। কিন্তু এবার আর অসুবিধা হবেনা বলে মনে করছেন মৎস্যজীবীরা।
advertisement
5/6
একমাসের মধ্যে ৩ থেকে ৪ বার যাওয়া যায় ট্রিপে। কিন্তু আবহাওয়া খারাপ থাকলে সেই ট্রিপের সংখ্যা কমে। তবে পরিস্থিতি অনুকূল রয়েছে জালে মাছ আসবেই বলে আশাবাদী তারা।
advertisement
6/6
বর্তমানে ইলিশ ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে মিলছে। তবে ইলিশ আসলে দাম অনেকটাই কমবে। ফলে কালীপুজো ও ভাইফোঁটাতে ভাইয়ের পাতে ইলিশ পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ilish: জালে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ! কালীপুজো ও ভাইফোঁটার আগেই বাজারে সুস্বাদু ইলিশ, কত দামে নামতে পারে?