রুই-কাতলায় ‘অরুচি’, কিলো কিলো ইলিশ-পমফ্রেট লুটে-পুটে নিয়ে উধাও চোর
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Ilish: প্রায় সাত থেকে আট জন মাছ ব্যবসায়ীর মাছের পেটি থেকে উধাও প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ইলিশ মাছ। তবে বড়লোক চোর ড্রেনের পাশে ফেলে রেখে গেছে রুই কাতলা মাছ কারণ তাদের পেটে ডিম।
advertisement
1/8

এবার প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার ইলিশ, পমফ্রেট কাতলা এবং অন্যান্য দামি মাছ চুরি শান্তিপুর নতুনহাট পৌরবাজার মাছ বাজার থেকে। শান্তিপুর পৌরসভার অন্তর্গত শান্তিপুর নতুনহাট পৌর বাজারে মাছ বাজারে দেদার মাছ লুঠের ঘটনায় পথে বসার জোগাড় সেখানকার প্রায় ৮-১০ জন মাছ ব্যবসায়ীর। বাজারে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ধরা গেল না চোরকে। প্রশাসন প্রতিনিয়ত এলাকা দিয়ে টহলদারিতে যাওয়া-আসা থাকলেও ঘটে গেল এই বিপত্তি!
advertisement
2/8
নতুন হাট মাছ ব্যবসায়ীদের অভিযোগ মাছ বিক্রি করে আর পাঁচটা দিনের মতোই সকলেই তাদের বিক্রি অতিরিক্ত মাছ নিজস্ব জায়গায় পেটিতে করে রেখে যান মাছ বাজারে। মধ্যরাতে বিভিন্ন মাছের বাজার থেকে মাছ কিনে ভোরের মধ্যে এসে দোকান খোলেন।
advertisement
3/8
এদিন ভোরে এসে তাদের চক্ষু চড়কগাছ। বিড়াল নয় লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে গেছে দুষ্কৃতীরা। প্রায় সাত থেকে আট জন মাছ ব্যবসায়ীর মাছের পেটি থেকে উধাও প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ইলিশ মাছ। তবে বড়লোক চোর ড্রেনের পাশে ফেলে রেখে গেছে রুই কাতলা মাছ কারণ তাদের পেটে ডিম।
advertisement
4/8
বাজারে সিসি ক্যামেরা না থাকলেও পার্শ্ববর্তী দোকানদারদের সিসিটিভিতে একজনকে চিহ্নিতকরণ করা গেলেও তার নাম ঠিকানা এবং পরিচয় কিছুই জানা যায়নি। তবে দেবেন্দ্র বিশ্বাস বিকাশ বর্মনের মতো মাছ ব্যবসায়ীরা তাদের মাছ চুরি হয়ে যাওয়ার পর রীতিমতো ভেঙে পড়েছেন।
advertisement
5/8
এ বিষয়ে নতুনহাট পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শিবু বর্ধন জানান, পৌরসভার অধীনস্থ এই বাজার এবং এই বাজারের লিজ দেয়া হয়েছে বেশ কয়েকজন ব্যক্তিকে। ঘটনায় বাজার কমিটি একাধিকবার পৌরসভা প্রশাসনকে জানিয়েছে নিত্যনৈমিত্তিক চুরির ঘটনা বেড়েই চলেছে মাছ বাজারে।
advertisement
6/8
প্রশাসনিক আলোচনা সভাতে ও বার বার জানানোর পরেও কোন সুফল মেলেনি। প্রশাসনের তরফ থেকে শুধু আশ্বাসই পাওয়া গেছে। তবে বর্তমানে বাজারে দরকার প্রচুর পরিমাণে সিসিটিভি এবং মাছ বাজার ঘিরে দেওয়া।
advertisement
7/8
পৌরসভায় এই বিষয়ে উপপৌরপতি কৌশিক প্রামাণিকের সঙ্গে কথাও বলেছেন বাজার ব্যবসায়ী সমিতি। আশ্বাস পেয়েছেন এই চুরির ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য পদক্ষেপ নেওয়া হবে। তবে রাতের অন্ধকারে অসাধু ব্যবসায়ীদের আনাগোনা প্রতিনিয়ত বাড়ে এবং বেড়েই চলেছে এই মাছ বাজার চত্বরে।
advertisement
8/8
ছোটখাটো চুরি থেকে আজ ৭ থেকে ৮ লক্ষ টাকার মাছ চুরি। তাতেও কি গরিব ব্যবসায়ীদের জন্য টনক ফিরবে প্রশাসনের প্রশ্ন তুলেছেন তারা। যদিও ঘটনা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। (তথ্য-Mainak Debnath)