ঝিলিক মারছে রূপালী শরীর...! ট্রাক বোঝাই 'পদ্মার ইলিশ' পেট্রাপোলে! ওজন কত কিলো? শুনলে চমকে যাবেন
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Ilish Fish: পুজোর উপহার! টন টন পদ্মার ইলিশ পেট্রাপোল সীমান্তে! জমিয়ে হবে ভুরিভোজ!
advertisement
1/9

পুজোর আগেই বঙ্গে এল পদ্মার ইলিশ। ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে নটি ট্রাকে প্রায় ৪৫ টন রূপালী শস্য পৌঁছল ভারতে।
advertisement
2/9
পশ্চিমবঙ্গে প্রায় চার হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানোর কথা আগেই ঘোষণা করেছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। সেই অনুযায়ী রাজ্যে প্রথম ধাপে প্রবেশ করল বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক।
advertisement
3/9
এদিন বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ন'টি ট্রাকে করে প্রায় ৪০ থেকে ৪৫ টন ইলিশ মাছ পশ্চিমবঙ্গে আসে।
advertisement
4/9
বাংলাদেশের বাণিজ্যিক দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৭৯ সংস্থাকে ইলিশ রফতানির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত দফায় দফায় আসবে আরও ইলিশ।
advertisement
5/9
মোট ৩৯৫০ মেট্রিক টন ইলিশ আসবে বঙ্গে। ফলে পুজোর আগেই ভোজন রসিক বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার সুস্বাদু ইলিশ। আগামী কয়েক দিনের রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে মিলবে বাংলাদেশি ইলিশ।
advertisement
6/9
৮০০ থেকে প্রায় দেড় কিলো ওজনের এই ইলিশের দাম কেমন থাকবে তা অবশ্য এখনই খোলসা করতে চাননি মাছ ব্যবসায়ী সংগঠন। এদিনের পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্টদের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "এখন থেকে প্রতিদিনই কিছু কিছু করে আসতে থাকবে বাংলাদেশের ইলিশ।
advertisement
7/9
ই সিস্টেমে অনলাইনে কাগজপত্র সংক্রান্ত কাজের কারণে সামান্য দেরি হলেও অবশেষে এসে পৌঁছল ইলিশ। গত বারও ইলিশ মাছ পাঠিয়েছিল বাংলাদেশের সরকার। এবার কিছুটা দেরিতে হলেও, বাঙালি এই মাছ পেয়ে খুশি।
advertisement
8/9
"ইলিশ বোঝাই ট্রাক নিয়ে ভারত সীমান্তে আসা বাংলাদেশের চালক মোহাম্মদ নুর ইসলাম জানান, "পুজোর উপহার হিসাবে বাংলাদেশ সরকার ইলিশ পাঠিয়েছে। বরিশাল থেকে এই ইলিশ আমরা নিয়ে এসেছি।"
advertisement
9/9
আগামী দিনে বাংলাদেশী ইলিশ মিলবে বঙ্গের বাজারগুলিতে, ফলে ভোজন রসিক বাঙালির এবারের পূজোয় বাংলাদেশের ইলিশ দিয়েই হবে জমিয়ে ভুড়িভোজ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ঝিলিক মারছে রূপালী শরীর...! ট্রাক বোঝাই 'পদ্মার ইলিশ' পেট্রাপোলে! ওজন কত কিলো? শুনলে চমকে যাবেন