আইআইটি খড়গপুরে গৌতম আদানি! নতুন কিছুর অপেক্ষা? জানুন আসল গল্প
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
আইআইটি খড়্গপুরে গৌতম আদানি, ছিলেন আরও অনেক বিশিষ্টজনেরা। দেখে নিন কে কে? কেনইবা তাদের এমন উপস্থিতি?
advertisement
1/6

৭৫ বছরে পা দিল ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। প্লাটিনাম জয়ন্তীবর্ষ পালন করা হল রেল শহর খড়্গপুরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি খড়্গপুরে মহাসমারহে পালন করা হলো ৭৫ তম প্রতিষ্ঠা দিবস। একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করে আইআইটি।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নেয় পড়ুয়া থেকে খড়্গপুরের কর্মীরাও। প্রতিষ্ঠানে হয় এই দৌড় প্রতিযোগিতা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইআইটি খড়্গপুরের বিশেষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম আদানি, কলকাতার মার্কিন কন্সাল জেনারেল ক্যাথি জাইলস দিয়াজ, আইআইটি খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তীর সহ অন্যান্য বিশিষ্টজনেরা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
পড়ুয়া থেকে আইআইটি কর্মীদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সেতুসহ একাধিক প্রকল্পের শিল্যান্যাস করা হয়েছে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আগামীতে যা কার্যকর করা হবে আইআইটি ক্যাম্পাসে। শুধু তাই নয়, শিক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আগামীদিনের ভারতের লক্ষ্যে আইআইটি খড়্গপুরের বিশেষ ভাবনা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
আইআইটি খড়গপুর সূত্রে খবর, ১১ জন প্রাক্তনীকে ইয়ং অ্যালমনি এচিভার অ্যাওয়ার্ড, ১৪ জনকে ফ্যাকাল্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ২৭ তম কর্মীকে স্টাফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে। এছাড়াও এদিন একাধিক সম্মানজনক অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের হাতে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
শুধু তাই নয়, এদিনের এই অনুষ্ঠান থেকে আগামীতে পড়ুয়াদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের মধ্য দিয়ে প্রযুক্তিবিদ্যার আরো প্রাচুর্যতা আনার প্রসঙ্গ তুলে ধরেন উপস্থিত বিশিষ্ট জনেরা। স্বাভাবিকভাবেই একদিনে চাঁদের হাট আইআইটি খড়্গপুরে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)