TRENDING:

Snake: ঝোপ পরিষ্কার করতে গিয়ে এ কী! থর থর কাঁপছে গোটা এলাকা, ঘটনাস্থলে যা দেখলেন...আতঙ্কে পাগল সবাই

Last Updated:
Snake: পুজোর আগে বাড়ির আশাপাশি জায়গায় ঝোপ পরিষ্কার করছেন? তাহলে খুব সাবধান! ঝোপঝাড় ও নোংরা জায়গাতেই ওদের আস্তানা, একই রেঞ্জ ও একই বিট এলাকা থেকে এক মাসের মধ্যে দু'বার উদ্ধার হল ইন্ডিয়ান রক পাইথন।
advertisement
1/6
ঝোপ পরিষ্কার করতে গিয়ে এ কী! থর থর কাঁপছে গোটা এলাকা, ঘটনাস্থলে যা দেখলেন...আতঙ্কে পাগল
*বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: পুজোর আগে বাড়ির আশাপাশি জায়গায় ঝোপ পরিষ্কার করছেন? তাহলে খুব সাবধান! ঝোপঝাড় ও নোংরা জায়গাতেই ওদের আস্তানা, একই রেঞ্জ ও একই বিট এলাকা থেকে এক মাসের মধ্যে দু'বার উদ্ধার হল ইন্ডিয়ান রক পাইথন।
advertisement
2/6
*বেশ কিছুদিন আগে সোনামুখী পৌর শহর এলাকা থেকে রাতের অন্ধকারে বনদফতরের কর্মীরা একটি রক পাইথন উদ্ধার করেছিলেন, আবার এখন দিনের আলোতে মাঠ থেকে একটি রক পাইথন উদ্ধার করলেন বনদফতরের কর্মীরা।
advertisement
3/6
*শনিবার বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের শীতল জোর এলাকার পেট্রোল পাম্পের পাশে একটি পুকুর পাড়ে ঝোপ পরিষ্কার করছিলেন কিছু স্থানীয় লোকজন। হঠাৎ তাদের চোখে পড়ে একটি বিশাল আকারের রক পাইথন পড়ে রয়েছে, রীতিমতো আতঙ্কিত হয়ে স্থানীয়রা ফোন করেন সোনামুখী বিট অফিসে।
advertisement
4/6
*এই ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় সোনামুখীর বিট অফিসার ইদ্রিস সরকার ও সোনামুখীর সর্পবন্ধু স্বপন সু, তারা গিয়ে দেখেন মাঠের মধ্যে শান্তভাবে পড়ে রয়েছে রক পাইথনটি, রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
advertisement
5/6
*তড়িঘড়ি ওই রক পাইথনটি উদ্ধার করেন স্বপন এবং সেটিকে পুনরায় পাশের একটি ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বনদফতরের পক্ষ থেকে। মধ্য বয়স্ক এই সাপটি ৯ ফুট লম্বা ও ১৫ কেজি ওজন এমনটাই জানা গিয়েছে বনদফতর সূত্রে।
advertisement
6/6
*সোনামুখীর বিট অফিসার ইদ্রিস সরকার এই বিষয়ে বলেন, এটি একটি সম্পূর্ণ নির্বিষ সাপ, ইঁদুর-সহ বিভিন্ন রকমের পোকামাকড় খেয়ে পরিবেশকে রক্ষা করে এই রক পাইথন, যে কোনও সাপ দেখতে পেলে যেন তাদের না মারা হয়, সঙ্গে সঙ্গে যেন বনদফতরে জানানো হয়‌।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Snake: ঝোপ পরিষ্কার করতে গিয়ে এ কী! থর থর কাঁপছে গোটা এলাকা, ঘটনাস্থলে যা দেখলেন...আতঙ্কে পাগল সবাই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল