West Bengal News: ফের বাংলা, এবার গাড়ির মধ্যে লক্ষ-লক্ষ টাকা! বারুইপুরে নাকা চেকিংয়ে রহস্যফাঁস
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: নবীন কুমার সিংয়ের কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকেই উদ্ধার হয়েছে চার লক্ষ ৮৮ হাজার টাকা।
advertisement
1/5

নাকা তল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ অর্থ, গ্রেফতার ২। শনিবার রাতে বারুইপুর টং তলাতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ভাড়া গাড়ির মধ্যে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অর্থ।
advertisement
2/5
গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক অভিজিৎ নস্কর ও নবীন কুমার সিং নামে এক ব্যক্তিকে। নবীন কুমার সিংয়ের কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকেই উদ্ধার হয়েছে চার লক্ষ ৮৮ হাজার টাকা।
advertisement
3/5
এই টাকা সে কোথা থেকে আনছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল, তার ঠিকঠাক উত্তর না দেওয়াতেই পুলিশ গাড়িচালক ও নবীন কুমার সেনকে গ্রেফতার করে।
advertisement
4/5
ধৃতদের বিরুদ্ধে ৩৭৯ ও ৪১১ আইপিসি ধারায় মামলার রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ।
advertisement
5/5
প্রসঙ্গত, গত জুলাই মাসে হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডগামী গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বান্ডিল বান্ডিল টাকা ও সোনাদানা। আটক হয়েছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। টাকা গোনার জন্য আনা হয়েছিল কারেন্সি কাউন্টিং মেশিন। পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে প্রায় ৪৯ লক্ষ টাকা ছিল।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ফের বাংলা, এবার গাড়ির মধ্যে লক্ষ-লক্ষ টাকা! বারুইপুরে নাকা চেকিংয়ে রহস্যফাঁস