Howrah News: নেই পথবাতি, ভাঙা ব্যারিকেড! ১৬ নং জাতীয় সড়কের ভয়ঙ্কর পরিস্থিতি, নিজের চোখেই দেখুন সেই ছবি
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Howrah News: ভাঙা ব্যারিকেড, বাতি স্তম্ভ অকেজো, ইলেকট্রিক সংযোগ স্থান, ড্রেনেজ চেন্মার উন্মুক্ত। হাওড়া ১৭ ও ৬ নং জাতীয় সড়কে ক্রমশ বাড়ছে বিপদের আশঙ্কা। ব্যস্ততম সড়ক দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
advertisement
1/5

ব্যস্ততার পাশপাশি ক্রমশ দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে জাতীয় সড়কে। দুর্ঘটনা কমাতে সমস্ত তৎপরতাই যেন ব্যর্থ। হাওড়ার ১৬ নং জাতীয় সড়কে নিরাপত্তা ফিকে হয়ে পড়ছে। ঘন জনবসতি এবং কলকারখানার শহরের বুক চিরে জাতীয় সড়ক, জেলার মূল যোগাযোগ ব্যবস্থা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
হাওড়ার কোনা থেকে রানীহাটি হয়ে কোলাঘাট পর্যন্ত প্রায় ৫৫ কিমি পথ ১৬ নং জাতীয় সড়কের আওয়াতায়। হাওড়া শহর থেকে গ্রামীণ হাওড়া হয়ে মেদিনীপুর হয়ে পৌঁছেছে। কলকাতা থেকে হাওড়ার ১৬ নং জাতীয় সড়কে হয়ে মেদিনীপুর, ওড়িশা, চেন্নাই যুক্ত করেছে। ব্যস্ততম এই সড়কেই বিপদের ঝুঁকি।
advertisement
3/5
১৬ নং জাতীয় সড়কের অধিকাংশ স্থানে ভাঙা ব্যারিকেড। মানুষ অবাধে যাতায়াত করছে জাতীয় সড়কে। সেই সঙ্গে জাতীয় সড়কে উঠছে গবাদি পশু। ব্যস্ত সড়কে যেখানে-সেখানে গাড়ি ধরতে মানুষ দাঁড়াচ্ছে। অঙ্কুরহাটি, জালান কমপ্লেক্স, আলামপুরের মতো বিভিন্ন স্থানে জাতীয় সড়কে উচ্চ গতির যান দুর্ঘটনার কবলে পড়ছে।
advertisement
4/5
হাওড়ার ১৬ নং জাতীয় সড়কে ইলেকট্রিক বাতি বিভিন্ন স্থানে অকেজো। অধিকাংশ বাতি স্তম্ভে ইলেকট্রিক সংযোগ স্থান উন্মুক্ত, ফলে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কা প্রবল। জাতীয় সড়কের ড্রেনেজের বহু চেম্বার উন্মুক্ত হয়ে বিপদের আশঙ্কা আরও বাড়াচ্ছে।
advertisement
5/5
হাওড়া ১৬ নং জাতীয় সড়ক একটি ব্যস্ত সড়ক। দিন-রাত ব্যস্ততা লেগে থাকে এই সড়কে। ক্রমশ যানবাহনের চাপ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে চালক ও যাত্রীর জীবন ঝুঁকি। জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত ব্যারিকেড দুর্ঘটনার আশঙ্কা বাড়ার অন্যতম কারণ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: নেই পথবাতি, ভাঙা ব্যারিকেড! ১৬ নং জাতীয় সড়কের ভয়ঙ্কর পরিস্থিতি, নিজের চোখেই দেখুন সেই ছবি