Howrah News: সস্তায় আভিজাত্য! প্লাস্টিক-ফাইবারকে গোল দিয়ে হাওড়ায় রাজত্ব করছে অসমের বাঁশের বাহারি জিনিস
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Howrah News: আসামের বাঁশে দিনাজপুরের শিল্পীদের হাতে তৈরি জিনিস হাওড়া মেলায় বিক্রি হচ্ছে চাহিদার সঙ্গে
advertisement
1/5

অসমের বাঁশের তৈরি মুখোশ, ফুলদানি ও লাইট স্ট্যান্ড চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে হাওড়ায়! প্লাস্টিক, ফাইবার, কাঁচের জিনিসকে টেক্কা দিয়ে বাজারে দখল করছে হাতে তৈরি জিনিস। আর সেই জিনিসের তালিকায় অসমের বাঁশে দিনাজপুরের শিল্পীদের হাতে তৈরি জিনিস। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
দক্ষিণ দিনাজপুরের হস্তশিল্প মিলছে হাওড়া জেলায়। অসমের বাঁশের তৈরি মুখোশ, ফুলদানি, টব, লাইট স্ট্যান্ড এর মত বিভিন্ন পছন্দ মত জিনিস পাওয়া যাচ্ছে ঘরের কাছে। কারণ ইচ্ছে থাকলেও সবার পক্ষে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে পৌঁছনো বা দিনাজপুরে পৌঁছনো সম্ভব হয় না। কিন্তু এবার হাতের কাছে সেই সুযোগ।
advertisement
3/5
ন্যায্য দামে সহজেই সখ পূরণ জেলার সৃষ্টিশ্রী মেলায়। রীতিমত এই জিনিস নিতে দারুন আগ্রহ দেখাচ্ছে মানুষ। গতবছর উলুবেড়িয়া বইমেলায় এই জিনিস চাহিদার সঙ্গে বিক্রি হতে দেখা গিয়েছে। এবার সৃষ্টিশ্রী মেলায় আরও চাহিদা বলেই জানাচ্ছেন বিক্রেতা।
advertisement
4/5
৯ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি উলুবেড়িয়া পৌরসভা সংলগ্ন মাঠে দশ দিনব্যাপী মেলা। যে মেলায় অংশ নিয়েছে সারা বাংলার হস্তশিল্পীরা। প্রতিটি জিনিস ভীষণ আকর্ষণীয। এই সমস্ত জিনিস পেতে নিউটাউন বা শান্তিনিকেতন পৌঁছতে হচ্ছে না আর। হাতের কাছে পেয়ে খুশি জেলাবাসী।
advertisement
5/5
সরকারি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গোষ্ঠ বৈশ্য জানাচ্ছেন, জিনিসগুলি টেকসই এবং এর পরিচর্যাও নেই। কয়েক বছর অন্তরের টাচ উড গায়ে লাগিয়ে দিলেই আবারও নতুন। টবের দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা। মুখোশ মিলছে ৪০০ থেকে ৫০০ টাকায়, আর ফুলদানির দাম ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে। বিভিন্ন মূর্তি খোদাই করা লাইট স্ট্যান্ড ২৫০০-৩৫০০ টাকা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: সস্তায় আভিজাত্য! প্লাস্টিক-ফাইবারকে গোল দিয়ে হাওড়ায় রাজত্ব করছে অসমের বাঁশের বাহারি জিনিস