TRENDING:

Howrah News: পুজোর আগেই সাফাই কর্মীদের সুখবর! বাড়ল বেতন! হাওড়া পুরসভার দারুণ উদ্যোগ

Last Updated:
Howrah News: পুজোর আগে সাফাই কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ হাওড়া পুরসভার। একইসঙ্গে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা।
advertisement
1/5
পুজোর আগেই সাফাই কর্মীদের সুখবর! বাড়ল বেতন! হাওড়া পুরসভার দারুণ উদ্যোগ
হাওড়া, রাকেশ মাইতি: পুজোর আগেই অস্থায়ী কর্মীদের শুভ সংবাদ জানাল হাওড়া পৌরসভা! পুজোর আগে সাফাই কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ হাওড়া পুরসভার। একইসঙ্গে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা।
advertisement
2/5
হাওড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন। পুজোর আগে তাদের জন্যই সুখবর জানাল হাওড়া পৌরসভা। এবার সাফাই কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ হাওড়া পুরসভার। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
সোমবার সকালে হাওড়া পৌরসভার নর্দমা বা নিকাশি ব্যবস্থায় নিযুক্ত ২১৫ জন কর্মচারীকে একটি সুরক্ষা কিট প্রদান করা হয়। যাতে রয়েছে একটি বিশেষ ধরনের বডি শুট, সেফটি চশমা, সেফটি জুতো, হেলমেট ও বিশেষ ধরনের মাক্স যা কোন রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধক।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
হাওড়া পৌরসভা এলাকায় নর্দমায় সাফাই কাজে যুক্ত থাকা কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ সরঞ্জাম প্রদান করা হয়। পুরসভার পক্ষ থেকে প্রদান করা নিজেদের সুরক্ষায় ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। সেদিক থেকে হাওড়া পুরসভার পক্ষ থেকে নজরদারির কথা জানান, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় কুমার চক্রবর্তী। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
সোমবার হাওড়া পুরো প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে জানান, ১১০০ সাফাই কর্মীদের বকেয়া বর্ধিত এরিয়ার (জানুয়ারি - জুন ২০২৫) পুজোর আগে প্রদান করা হবে । যার জন্য প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয় হবে পুরসভার। এছাড়াও হাওড়া পুরসভার ১৫০০ অস্থায়ী কর্মচারীদের ৫০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেন তিনি। যার ফলে প্রতিবছর পুরসভার প্রায় এক কোটি টাকা ব্যয় বৃদ্ধি পাবে বলেই তিনি জানান। এই উদ্যোগ, পুরো পরিষেবাকে চাঙ্গা করতেই এই উদ্যোগ। আর এমন উদ্যোগে খুশি কর্মীরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: পুজোর আগেই সাফাই কর্মীদের সুখবর! বাড়ল বেতন! হাওড়া পুরসভার দারুণ উদ্যোগ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল