Howrah News: মাছ খেতে গিয়েই মরণফাঁদ! চাষিদের বিছানো জালে আটকে ছটফট করছে অবলা প্রাণ, করুণ দশা বক-মাছরাঙাদের
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Howrah News: পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে পেট ভরাতে গিয়ে! প্রাণ হারাচ্ছে বক, মাছরাঙ্গা। পুকুরে মাছ রক্ষার জালে বাড়ছে বিপদ।
advertisement
1/6

পেট ভরাতে গিয়েই মুহুর্মুহু প্রাণ হারাচ্ছে বক-মাছরাঙা! গ্রাম অঞ্চলে পুকুরপাড়ে চোখ মেলা মানেই চোখে পড়বে বক-মাছরঙ্গা'র। কিন্তু পরিস্থিতি এমন তৈরি হচ্ছে আগামী দিনে হয়ত, চিত্র বদল হতে চলেছে। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
2/6
জলা-জঙ্গল কমে যাচ্ছে সমস্যায় পড়ছে বন্যপ্রাণীরা। জলাশয় ডোবা ভরাট করে নগরায়ন হচ্ছে। ফলে বন্যপ্রাণী ও পাখিদের খাবার, বাসস্থান কমে আসছে। তাতে বিপদে পড়ছে বক, মাছরাঙ্গার মত পাখিরাও। পেট ভরাতে চাষাবাদী পুকুরে মাছ খেতে গেলেই প্রাণ যাচ্ছে মাছরাঙ্গা বকের।
advertisement
3/6
দারুন বিপদের মুখে পাখিরা। প্রাকৃতিক দুর্যোগে বড় গাছ ভেঙে পড়ছে। সেই সঙ্গে নানা কারণে কাটা পড়ছে ছোট-বড় গাছ। তাতেই বিপদ বাড়ছে পাখিদের। একই সঙ্গে বিপদ বাড়াচ্ছে মাছ চাষে ব্যবহার করা জাল। পুকুরে খাবার যোগাড় করতে গিয়ে জালে আটকে পড়ছে বক মাছরাঙ্গা।
advertisement
4/6
হাওড়া জেলা জুড়ে প্রায় সর্বত্র দারুণভাবে ব্যবহার হচ্ছে মাছ চাষে পুকুরে জাল। জলাশয়গুলিতে জলের উপর দিয়ে ঢেকে রাখা জাল মরণ ফাঁদ ওদের। সেই জালে আটকে প্রাণ হারাচ্ছে পাখিরা। এক একটি পুকুরে দু-চারটি, ছয় -আট'টি পাখির দেহ ঝুলতে প্রায়ই দেখা যাচ্ছে।
advertisement
5/6
এদিন পাঁচলা'র দেউলপুর দাসপাড়ায় দেখা গেল একটি পুকুরে একাধিক বক জালে আটকে রয়েছে। কোনও বক জালে আটকে পড়া দেহ খোলার চেষ্টা করছে। আবার কোনওটি চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রাণ হারিয়েছে আগেই। এ ঘটনা বন সহায়ক এর বাড়ির পাশেই। যা দেখে উদ্বিগ্ন পরিবেশকর্মীরা।
advertisement
6/6
এক পরিবেশ কর্মী'র কথায়, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে বন দফতরকে। কিন্তু নজরদারি কোথায়? মাছ চাষিরা পুকুরে ইচ্ছামত জাল লাগাচ্ছে। এই মৃত্যু মিছিল শুধু বক-মাছরাঙ্গাতেই থমকে নয়, এই জালে আটকে পড়ছে কাক, পায়রা, বাদুর, পেঁচা সহ বিভিন্ন পাখি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাছ খেতে গিয়েই মরণফাঁদ! চাষিদের বিছানো জালে আটকে ছটফট করছে অবলা প্রাণ, করুণ দশা বক-মাছরাঙাদের