TRENDING:

Howrah News: বাঁদর -হনুমান দল বেঁধে আসছে, তছনছ করে দিচ্ছে সব, আতঙ্ক চরমে

Last Updated:
হনুমানের অত্যাচারে শিকেয় উঠেছে চাষআবাদ। মানুষকে আক্রমণের ঘটনা ঘটেছে একাধিক।
advertisement
1/4
বাঁদর -হনুমান দল বেঁধে আসছে, তছনছ করে দিচ্ছে সব, আতঙ্ক চরমে
#হাওড়া: রামায়নে অঞ্জনি পুত্র হনুমানের কথা আমরা সকলেই জানি। রাবণ রাজ্য লঙ্কা থেকে থেকে দেবী সীতাকে উদ্ধার করতে গিয়ে আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড। লক্ষণের প্রাণ বাঁচাতে জীবনদায়ী গাছ নিয়ে আসতে গিয়ে আস্ত পর্বত তুলে নিয়ে প্রভু রামচন্দ্রের নিকট হাজির হয়েছিল হনুমান। রামচন্দ্রের প্রতি হনুমানের ভক্তির কোনো তুলনাই হয়না। ' হনুমান ' রামায়ণের অন্যতম প্রধান চরিত্রের মধ্যে একটি। সেইমত ঈশ্বরের প্রতি ভক্তি বা পশু প্রেম! কয়েক বছর আগেও দেখা যেত এলাকাতে হনুমান দেখলে অতি যত্নে মানুষ বিস্কুট, কলা বিভিন্ন খাবার সামগ্রী তুলে দিত হনুমানের হাতে। ইদানিং সেই ছবি বদলে গিয়েছে। হনুমান দেখলেই মানুষের বিরক্ত মনোভাব। কয়েক বছরে এতটা বদল কেন? ---Input-RAKESH MAITY
advertisement
2/4
তার কারণ জানা গেল পাঁচলার গঙ্গাধরপুর গ্রামে গিয়ে। নিয়মিত হনুমানের দল এসে রীতিমতো তাণ্ডব চালায় এলাকায়। কারো গাছের ফল, রান্না ঘরে রাখা কাঁচা সবজি বা রান্না খাবার সবকিছুতেই লক্ষ্য হনুমানের দলের। নিমিষেই খাবার বা চানাচুর বিস্কুটের প্যাকেট নিয়ে চম্পট।
advertisement
3/4
এলাকার মানুষ রীতিমত আতঙ্কে হনুমানের দল দেখলে। এই ঘটনা পাঁচলা জগৎবল্লভপুর সহ হাওড়া গ্রামীণ এর বেশ কিছু এলাকায়। স্থানীয় মানুষের কথায় জানা যায়, ৩০ থেকে ৫০ টি পর্যন্ত থাকে এক একটি দলে হনুমানের সংখ্যা। লোকালয়ে ঢুকে রীতিমতো দাপিয়ে বেড়ায়, কোন কিছুতেই ভয় নেই।এলাকার টালির ছাদ, গাছের ফসল, এবং জলের পাইপ লাইনের ব্যাপকভাবে ক্ষতি করছে হনুমানের দল।
advertisement
4/4
হনুমানের অত্যাচারে শিকেয় উঠেছে চাষআবাদ। মানুষকে আক্রমণের ঘটনা ঘটেছে একাধিক। এ বিষয়ে বনবিভাগে জানিয়ে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ সাধারণ মানুষের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: বাঁদর -হনুমান দল বেঁধে আসছে, তছনছ করে দিচ্ছে সব, আতঙ্ক চরমে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল