TRENDING:

Money Making Tips: কেঁচোসার তৈরি করে মালামাল হওয়ার বড় সুযোগ, সরকার দেবে ১০০ শতাংশ ভর্তুকি! আবেদন পদ্ধতি জানুন

Last Updated:
Howrah Money Making Tips: কেঁচো  সার তৈরি করে সহজে লাভবান হবার সুযোগ। সরকারিভাবে রয়েছে বিশেষ সুবিধা।
advertisement
1/5
কেঁচোসার তৈরি করে মালামাল হওয়ার সুযোগ, সরকার দেবে ভর্তুকি! সহজে করুন আবেদন
অল্প পুঁজিতে স্বনির্ভর হওয়ার বাস্তব সুযোগ তৈরি করছে কেঁচোসার উৎপাদন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষিকে উৎসাহ দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় প্রতিটি উপভোক্তাকে একটি করে কেঁচোসার তৈরির চৌবাচ্চা নির্মাণের সুবিধা দেওয়া হচ্ছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
চৌবাচ্চার নির্ধারিত মাপ ৭ ফুট × ৩ ফুট × ১ ফুট। একটি চৌবাচ্চা নির্মাণে মোট খরচ ধরা হয়েছে ৫ ০০০ টাকা। তবে উপভোক্তাদের কোনও আর্থিক বোঝা বহন করতে হচ্ছে না, কারণ এই খরচের পুরোটা অর্থাৎ ১০০ শতাংশ ভর্তুকি হিসেবে দফতরের তরফ থেকে দেওয়া হচ্ছে।
advertisement
3/5
দফতর সূত্রে জানা গেছে, খুবই সামান্য পরিমাণ কাঁচামাল ব্যবহার করেই কেঁচোসার উৎপাদন শুরু করা সম্ভব। অল্প সময়ের মধ্যেই সার প্রস্তুত হয়ে যায়, যা স্থানীয় কৃষকদের কাছে সহজেই বিক্রি করা যায়। ফলে স্বল্প সময়ের মধ্যেই আয় শুরু হয় এবং ধীরে ধীরে স্বনির্ভর হয়ে ওঠার পথ প্রশস্ত হয়।
advertisement
4/5
কেঁচোসার একটি প্রাকৃতিক ও পরিবেশবান্ধব জৈব সার। এটি জমির উর্বরতা বাড়ায়, ফসলের ফলন বৃদ্ধি করে এবং দীর্ঘদিন ধরে রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব কমাতে সহায়তা করে। সেই কারণেই কৃষকদের মধ্যে এই সারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
advertisement
5/5
এই প্রকল্পের মাধ্যমে কৃষক, স্বনির্ভর গোষ্ঠী এবং বেকার যুবক-যুবতীদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় এনে গ্রামীণ উন্নয়নের গতি আরও বাড়ানো হবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Money Making Tips: কেঁচোসার তৈরি করে মালামাল হওয়ার বড় সুযোগ, সরকার দেবে ১০০ শতাংশ ভর্তুকি! আবেদন পদ্ধতি জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল