Rasa Utsav: রাসের উৎসব যখন শেষ হয়, তখন জমে ওঠে এখানকার রাস, ছুটে আসেন কাতারে কাতারে মানুষ, কী হয় এই মেলায়? জানলে ছুটবেন আপনিও
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Rasa Utsav: জেলার অন্যান্য রাস মেলা যখন ফিকে হয় সেই সময় থেকে জমে ওঠে উলুবেড়িয়ার রাস উৎসব, হাওড়া জেলা-সহ পার্শ্ববর্তী জেলার মানুষের আকর্ষণের এই রাস উৎসব৷
advertisement
1/5

রাসমেলা ভাঙার সময় হলে এখানে জমে ওঠে রাস উৎসব। রাস মানে জেলার মানুষের প্রধান আকর্ষণ উলুবেড়িয়া রাস উৎসব! একমাস ধরে বসে রাস মেলার আসর। জেলা-সহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রতিবছর অগণিত মানুষের সমাগম ঘটে এখানে।
advertisement
2/5
এই রাস উৎসব জেলার অন্যান্য রাস-এর থেকে আলাদা। ৩ শতাব্দীর প্রাচীন মহিয়াড়ী কুন্ডুচৌধুরী বাড়ির রাস উৎসব বা অন্যান্য রাস মেলার, যখন ভাঙতে শুরু হয়, সেই সময় থেকে উলুবেড়িয়া রাস জমে উঠতে শুরু করে।
advertisement
3/5
এই মেলার অপেক্ষায় থাকেন বহু মানুষ। হাজার হাজার দোকানের পসরা বসে মেলায়। জেলার বৃহৎ মেলার মধ্যে একটি উলুবেড়িয়া রাসমেলা। বহু অমিল জিনিস মেলে এই মেলায়।
advertisement
4/5
এবার ৭৩ তম বর্ষে উলুবেড়িয়া রাস উৎসব। উলুবেড়িয়া রাস মানে ছোট বড় সকলের আকর্ষণ। এখানে নিয়ম রীতি মেনে যেমন চলে পুজো-অর্চনা, পাশাপাশি রাস উৎসব উপলক্ষে আকর্ষণীয় মডেলও থাকে। বিশেষ করে আকর্ষণীয় চলমান মডেল।
advertisement
5/5
উলুবেড়িয়া কালিবাড়ি হুগলি নদী লাগোয়া মাঠে মেলার পসরা আলোকসজ্জা প্রতিদিন সন্ধ্যা হলেই হাওড়া-সহ পার্শ্ববর্তী জেলার মানুষের উপস্থিতি থাকে। এই মেলায় বহু বিক্রেতা আসেন বিভিন্ন জেলা থেকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rasa Utsav: রাসের উৎসব যখন শেষ হয়, তখন জমে ওঠে এখানকার রাস, ছুটে আসেন কাতারে কাতারে মানুষ, কী হয় এই মেলায়? জানলে ছুটবেন আপনিও