TRENDING:

Howrah News: স্বাধীনতা সংগ্রামে স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস জানাতে স্কুলে প্রদর্শনী 

Last Updated:
Howrah News:দেশের স্বাধীনতা সংগ্রামে স্থানীয়দের অবদান জানাতে বিদ্যালয়ে প্রদর্শনী
advertisement
1/6
স্বাধীনতা সংগ্রামে স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস জানাতে স্কুলে প্রদর্শনী
স্বাধীনতা সংগ্রামে স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের অবদান জানাতে বিদ্যালয়ে প্রদর্শনী! ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে সিরাজ বাটি চক্রের আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়।
advertisement
2/6
প্রদর্শনীর বিষয় - স্বাধীনতা সংগ্রামে আমতা এবং বাগনান এলাকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং এই এলাকার স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরা হয়েছে প্রদর্শনীর মাধ্যমে।
advertisement
3/6
আমতার রসপুরের শ্রীশ মিত্র ওরফে হাবু মিত্রের লুন্ঠন করা অস্ত্র নিয়ে বুড়ী বালামের তীরে ব্রিটিশের বিরুদ্ধে ঐতিহাসিক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন বীর বিপ্লবী বাঘা যতীন। তখনকার বাগনান স্কুলে আত্মগোপন করেছিলেন বাঘা যতীন। তারই কিছু লেখা ও ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
advertisement
4/6
আমতা অমরাগড়ির পুলিন বিহারী রায় লাহোরে জেলবন্দী ভগৎ সিং - কে জেল ভেঙে উদ্ধার করার জন্য লাহোর গিয়েছিলেন। তিনি অবশ্য সে সময় সফল হননি। ব্রিটিশ গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যান তিনি। টিটাগড় ষড়যন্ত্র মামলার অন্যতম নায়ক আনুলিয়ার কার্তিক সেনাপতি। বাগানানে জনসভায় ভাষণ দেন নেতাজী সুভাষ। বাগনানের আগুন্সীতে কাজী নজরুল ইসলাম স্বরচিত দুটি সঙ্গীত পরিবেশন করেছিলেন তরুণদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করতে।
advertisement
5/6
বাগনানে দামোদর নদীর উপর নির্মিত সেতুটির নাম বিভূতি সেতু।এটি বাঙালপুরের স্বাধীনতা সংগ্রামী বিভূতি ভূষণ ঘোষ- এর নামে।১৯৪৭- এর ১৫ ই আগস্ট বাগনান থানায় প্রথম বার জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা সংগ্রামী চন্ডী দাস ঘোষ।
advertisement
6/6
নানা অজানা তথ্য সচিত্র তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত জানালেন , বর্তমান প্রজন্মের মানুষ জনদের কাছে স্থানীয় ভূমি সন্তান যাঁরা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন তাঁদের কথা তুলে ধরাই প্রদর্শনীর উদ্দেশ্য। এঁরা বিস্মৃতপ্রায়,'আনসাং হিরো'। প্রদর্শনীর মাধ্যমে একদিকে যেমন এঁদেরকে স্মরণ করে ওঁনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। এই প্রদর্শনী চলবে ২১/৮/২৪ বুধবার পর্যন্ত।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: স্বাধীনতা সংগ্রামে স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস জানাতে স্কুলে প্রদর্শনী 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল