Howrah News: রাতের অন্ধকারে পুড়ে খাক এটিএম, টাকা লুট করে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা! হাওড়ায় ভয়াবহ ছবি
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: এটিএম লুট করেই থামল না দুষ্কৃতীরা। আগুন ধরিয়ে দেওয়া হল এটিএম বুথেও। হাওড়ার বাঁকড়ায় ভয়াবহ ছবি।
advertisement
1/5

বৃহস্পতিবার সকালে বাঁকড়ার মানুষ দেখল এক ভয়াবহ ছবি। স্থানীয় একটি এটিএম এর ছাই ভস্ম দৃশ্য। বিভিন্ন সময়ে এটিএম চুরির ঘটনা সামনে এসেছে। কিন্তু এদিনের এটিএম চুরি সম্পূর্ণ অন্য ছবি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি )
advertisement
2/5
বাঁকড়া কবর পাড়া এলাকায় গভীর রাতে দুষ্কৃতীরা গ্যাস কাটার ব্যবহার করে এটিএম এ থাকা সমস্ত টাকা লুট করে। সমস্ত টাকা হাতিয়ে নেওয়ার পর এটিএম বুথে আগুন ধরিয়ে দেয় বলেই অভিযোগ।
advertisement
3/5
বাঁকড়া একটি জনবহুল স্থান। রাত পর্যন্ত মানুষের আসা-যাওয়া এখানে। এমন স্থানে এই ভয়ানক কাণ্ড চিন্তার বিষয়। স্থানীয়রা জানাচ্ছেন, দুষ্কৃতীদল প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই এটিএম থেকে টাকা লুট করে আগুন ধরিয়ে দেয়।
advertisement
4/5
এলাকায় ঘন জনবসতি এটিএম বিল্ডিং এর ওপর মার্কেট এবং পাশাপাশি কাপড়ের বড় মার্কেট। এটিএম বুথ থেকে আগুন অন্যত্র ছড়িয়ে ভয়াবহ আকার নিতে পারত। সেই দিক থেকে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে।
advertisement
5/5
বাঁকড়া একটি ব্যবসায়িক এলাকা। এই এটিএম বুথ থেকে প্রতিদিন অসংখ্য মানুষ টাকা তুলত। এছাড়াও এলাকায় একাধিক এটিএম বুথ রয়েছে। এটিএম বুথগুলিতে নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলেই দাবি স্থানীয় মানুষের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি )
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: রাতের অন্ধকারে পুড়ে খাক এটিএম, টাকা লুট করে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা! হাওড়ায় ভয়াবহ ছবি