TRENDING:

দশ, বিশ, ত্রিশ নয়, ওজন ৪০ কেজি! পথ ভুলে সমুদ্র থেকে নদীতে ওটা কী এল...! বিশাল আকৃতির 'অলিভ রিডলে' দেখে শোরগোল রূপনারায়ণে!

Last Updated:
Howrah News: পথ ভুলে অন্য পথে প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির কচ্ছপ, খবর পৌঁছল পুলিশে। পুলিশের সহযোগিতায় ঘরে ফিরল দৈত্যকার অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপটি। পথ ভুলে সমুদ্র থেকে নদীতে বিশাল আকার প্রায় ৪০ কেজি ওজনের অলিভ রিডলে কচ্ছপ।
advertisement
1/5
দশ, বিশ, ত্রিশ নয়, ওজন ৪০ কেজি! পথ ভুলে সমুদ্র থেকে নদীতে ওটা কী এল...! শোরগোল রূপনারায়ণে
পথ ভুলে অন্য পথে প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির কচ্ছপ, খবর পৌঁছল পুলিশে। পুলিশের সহযোগিতায় ঘরে ফিরল দৈত্যকার অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপটি। পথ ভুলে সমুদ্র থেকে নদীতে বিশাল আকার প্রায় ৪০ কেজি ওজনের অলিভ রিডলে কচ্ছপ। ছবি ও তথ্য: রাকেশ
advertisement
2/5
সমুদ্র থেকে নদীতে চলে এসেছিল বিশালাকার অলিভ রিডলে কচ্ছপটি। বন বিভাগের হাওড়া ডিভিশনের তৎপরতায় অলিভ রিডলে কচ্ছপ টিকে ফিরিয়ে দেওয়া হল গভীর সমুদ্রে।
advertisement
3/5
হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত নাউল ও চাউলিয়া গ্রাম সংলগ্ন রূপনারায়ণ নদীতে রোজকার মত জাল দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। তাদের জালে আটকে পড়ে প্রায় ৪০ কেজি ওজনের অলিভ রিডলে কচ্ছপ।
advertisement
4/5
এত বড়ো কচ্ছপ দেখতে রীতিমতো ভিড় জমে যায়। খবর যায় শ্যামপুর থানায়। শ্যামপুর থানার পুলিশ খবর দেয় হাওড়া বন বিভাগে। কিছুক্ষণের মধ্যে বন কর্মীরা এসে বিশালাকার কচ্ছপ টিকে উদ্ধার করে গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে যান। চিকিৎসকরা পর্যবেক্ষণ করে দেখেন কচ্ছপ টি সুস্থ।
advertisement
5/5
বন বিভাগের কর্মীরা কচ্ছপ টিকে তার স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করার উদ্দেশ্যে রওনা দেন পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন বঙ্গোপসাগরে। গভীর সমুদ্রে অলিভ রিডলে কচ্ছপ টিকে মুক্ত করে দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
দশ, বিশ, ত্রিশ নয়, ওজন ৪০ কেজি! পথ ভুলে সমুদ্র থেকে নদীতে ওটা কী এল...! বিশাল আকৃতির 'অলিভ রিডলে' দেখে শোরগোল রূপনারায়ণে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল