Howrah Fire : ঝালাই করার ফুলকি থেকে কাটাই তেলের গোডাউনে বড় বিপদ! আগুন গিলে খেল সব, পুড়ে মৃত্যু মালিকের
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah Devastating Fire : হাওড়ার মৌরিগ্রামে অবৈধ কাটাই তেলের গোডাউনে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু দোকান মালিকের।
advertisement
1/5

আবার ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হাওড়া'য়! অগ্নিকাণ্ডে মৃত্যু একজনের। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। অবৈধ তেল কাটাই দোকানে আগুন লেগে মৃত্যু একজনের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
মৌরিগ্রাম তেল ডিপোর কাছেই অবৈধ কাটাই তেল গোডাউনে আগুন। জানা যায়, বিভিন্ন ভাবে চোরাই তেল এসে পৌঁছত রাস্তার পার্শ্ববর্তী ছোট্ট গোডাউনে। যেখানে প্রচুর তেল মজুত রাখা ছিল, তাতেই অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়।
advertisement
3/5
জানা যায়, দোকানের শাটার ঝালাইয়ের সময় আগুনের ফুলকি ছিটকে এই অগ্নিকাণ্ড। দোকান শাটার রিপিয়ারিং এর সময় হঠাৎ আগুন গোডাউনে থাকা কর্মরত কর্মীরা আগুন দেখে বেরিয়ে আসে। লাগোয়া দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ।
advertisement
4/5
ছোট্ট দোকান ঘরটি আগুনের গ্রাসে চলে যায় মুহূর্তের মধ্যে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। লাগোয়া ঘর ও দোকানের মানুষ বেরিয়ে এসে রাস্তায় নামেন। কিছুক্ষণের মধ্যেই দমকল পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসাতেই সামনে আসে ভয়ঙ্কর ঘটনা। অগ্নিকাণ্ডে ওই তেলকাটাই গোডাউনে আটকে একজনের মৃত্যু ঘটে। মৃত্যু হয় ৩৫ বছর বয়সী দোকান মালিক সন্দীপ দাসের।
advertisement
5/5
জানা গিয়েছে, দুপুর ২ টা নাগাদ আগুন লাগার ঘটনাটি সামনে আসে। হাওড়া আন্দুল রোডের মৌরিগ্রামে একটি তেল কাটাই দোকানে আগুন লাগে। প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক জনের। অগ্নিকাণ্ড আরও ভয়াবহ আকার নিতে পারত বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah Fire : ঝালাই করার ফুলকি থেকে কাটাই তেলের গোডাউনে বড় বিপদ! আগুন গিলে খেল সব, পুড়ে মৃত্যু মালিকের