রাস্তায় ঘোরাফেরা করছে শ'য়ে শ'য়ে কৃষ্ণ! কাকে ছেড়ে কাকে দেখবেন? চোখ ধাঁধিয়ে যাবে...
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
মানুষের আগ্রহ বেড়ে চলেছে কৃষ্ণ সাজো প্রতিযোগিতায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী অংশগ্রহণ করছে প্রতিবছর।
advertisement
1/5

<strong>হাওড়া, রাকেশ মাইতি:</strong> অন্য একটা প্রতিযোগিতা, হাজির প্রায় ২০০ কৃষ্ণ! শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘ'র কৃষ্ণ সাজো প্রতিযোগিতা এবারও আরও জাঁকজমক। অদ্বিতীয় একটা প্রতিযোগিতা, জেলা'র বিভিন্ন প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে।
advertisement
2/5
রবিবার ১৭ ই আগষ্ট হাওড়া'র পাঁচলা মোড়ে ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন স্থান থিক থিক করছে মানুষের ভিড়। ভিড় জমেছে বিভিন্ন সাজের ননীচোরা গোপাল, কৃষ্ণ, রাধা'র দর্শনে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের ' কৃষ্ণ সাজো ' প্রতিযোগিতা দারুন জনপ্রিয়তা পেয়েছে। ১ -২ বছর থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রথমে এক এক করে বিচারকদের সামনে মঞ্চস্থ করা হয় প্রতিযোগীদের। এরপর শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারা। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
জন্মাষ্টমী উৎসব মানেই জেলার একাংশের মানুষের কাছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের জন্মাষ্টমী উৎসব। এখানের জন্মাষ্টমী উৎসব মানেই কৃষ্ণসাজো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা কেন্দ্র করে হাজারো মানুষের উপস্থিতি পাঁচলা মোড়ে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
এখানের কৃষ্ণ সাজো প্রতিযোগীতা মানেই টান টান উত্তেজনা। পৌনে দুইশত প্রতিযোগি, প্রত্যেকের সাজ আকর্ষণীয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কেউ নতুন, কেউ আবার দ্বিতীয়, তৃতীয় বছরের অংশ গ্রহণ। প্রতিযোগীদের পরিবারের সদস্যরা জানান, সারা বছরের অপেক্ষার একটা দিন। এদিন সকাল সকাল ছেলে মেয়েদের ঘুম ভাঙিয়ে ২-৩ ঘন্টা সময় খরচ করে সাজিয়ে এখানে হাজর হয়েছি। হিন্দু ধর্মের প্রত্যেক শিশুকে শৈশব থেকে পরম প্রেমময় শ্রীকৃষ্ণেরপ্রতি আরও বেশি প্রেম ও শ্রদ্ধা শ্রদ্ধা বাড়াতেই এই উদ্যোগ।( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
রাস্তায় ঘোরাফেরা করছে শ'য়ে শ'য়ে কৃষ্ণ! কাকে ছেড়ে কাকে দেখবেন? চোখ ধাঁধিয়ে যাবে...