Weekend Destination: নীল আকাশে মেঘের ভেলা, পানসি এগোয় মনকেমনের ঠিকানায়...ছোট্ট ছুটি কাটানোর সেরা ঠিকানা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Weekend Destination: নদীতে ভেসে বেড়াচ্ছে পাতার মতন নৌকা, নানা কাজে ব্যস্ত গ্রামের মানুষ, নদী এখানকার মানুষের জীবন জীবিকা, ছবির মত সাজানো মন ভাল করার স্থান
advertisement
1/5

হাওড়া, রাকেশ মাইতি: চোখ জুড়ান দৃশ্য, মন মিলবে তৃপ্তি! যেন ছবির কোন দৃশ্য। নদীর পাড়ে নির্ভেজাল একখানি গ্রামীণ চিত্র। বাংলার ঐতিহ্যবাহী নদী, নদীর জলে পাতার মত ভেসে বেড়াচ্ছে নৌকা। নদীর দু'পাশে চাষের জমি। এ যেন শিল্পীর রঙ তুলিতে সাজান একটা ছবি।
advertisement
2/5
নদী মাতৃক বাংলা। নদী এখনকার বহু মানুষের জীবন। বাংলার মানুষের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে নদী। সেই নদী যেন এখানে উজাড় করে দিয়েছে তাঁর সৌন্দর্য। গ্রামের সাদামাটা মানুষ, নদীর উপর নির্ভর করেই চলে জীবন। পড়ন্ত বিকেলে নদী লাগোয়া স্থান হয়ে ওঠেছে মায়াবী সৌন্দর্যে ভরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
কোথাও চোখে পড়বে সারি সারি নৌকা কিনারায় দাঁড়িয়ে। আবার কোনও নৌকা ব্যস্ত নদীতে জাল দিয়ে মাছ ধরতে। আবার নৌকাতে নদী পথে নানা জিনিস বয়ে তোলা হচ্ছে নদী পাড়ে। এই আধুনিক সময় এমন দৃশ্য প্রায় বিরল। তাই এই সৌন্দর্য উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
হাওড়া জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দীপাঞ্চল ভাটোরা, ঘোড়াবেড়িয়া, চিৎনান সংযুক্তকারী কুলিয়া ব্রিজ সংলগ্ন স্থান এখন বহু মানুষের মন ভাল করার ঠিকানা। দীপ অঞ্চল এবং মূল ভূখণ্ড সংযুক্তকারী বাঁশের সেতু অন্যতম আকর্ষণ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
হাওড়া জেলার বিভিন্ন স্থান থেকে বিকেলে অনেকেই আসেন। শীত ও গ্রীষ্মে সর্বাধিক মানুষের উপস্থিতি হয় এখানে। নদী দু'পাশ জুড়ে যেন সাজানো চাষের জমি। গ্রামে প্রবেশ পথের দু'পাশারী নানা রকম ফসলের ক্ষেত গাছ গাছালি, অন্য অভিজ্ঞতার সঞ্চার হবে মনে। বিশেষ করে শহরের মানুষের কাছে আরও বেশি আকর্ষণের এই স্থান।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weekend Destination: নীল আকাশে মেঘের ভেলা, পানসি এগোয় মনকেমনের ঠিকানায়...ছোট্ট ছুটি কাটানোর সেরা ঠিকানা