TRENDING:

Weight Lifting : ওয়েট লিফটিং ন্যাশনাল স্কুল গেমসে সোনার পদক জয় হাওড়ার মেয়ের তিতলির

Last Updated:
Weightlifting : ওয়েট লিফটিং ন্যাশনাল স্কুল গেমসে স্বর্ণপদক জয় করল দেউলপুরের তিতলি মাজি , ৪৪ কেজি বিভাগের ৫৯ কেজি স্ন্যাচ এবং ক্লিন এন্ড জার্ক
advertisement
1/5
ওয়েট লিফটিং ন্যাশনাল স্কুল গেমসে সোনার পদক জয় হাওড়ার মেয়ের তিতলির
আবারও ভারত্তোলনে জাতীয় স্তরে সাফল্য হাওড়ায়। এবার স্কুল গেমসে সোনার পদক জয় করল তিতলি মাজি! ভারত্তোলন স্কুল ন্যাশনাল গেমসে আবার সোনার পদক জয়। এবার ৬৯ তম ন্যাশনাল স্কুল গেমস এর আসর বসেছিল অরুণাচল প্রদেশে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
সমস্ত প্রতিযোগীকে পিছনে ফেলে বাংলার নাম উজ্জ্বল করে তিতলি। ৪৪ কেজি বিভাগে নজর কাড়া সাফল্য। স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্কে নজর কারা অবদান রেখে সেরা শিরোপা অর্জন করে হাওড়ার দেউলপুর গ্রামের দেউলপুর খসমড়া হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তিতলি মাজি।
advertisement
3/5
দেউলপুর গ্রাম ভারাত্তোলনের গ্রাম। জ্যোতি মাল শ্রাবণী দাসদের পথেই ছোট্ট তিতলি। দরিদ্র পরিবার থেকে উঠে আসা ভারাত্তোলনের আগামীর উজ্জ্বল নক্ষত্র তিতলি। খেলায় তার অসমান্য দক্ষতার জেরে কয়েক মাস আগেই খেলো ইন্ডিয়া স্পোর্টস স্কলারশিপ এর আওতায় আসে সে।
advertisement
4/5
২৫ শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত ৬৯ তম জাতীয় স্কুল গেমস অনুষ্ঠিত হচ্ছে অরুণাচল প্রদেশের ইটানগর খেলো ইন্ডিয়া স্টেডিয়ামে। সেখানে ৫৯ কেজি স্ন্যাচ ও ৭০ কেজি ক্লিন এন্ড জার্ক ওজন তুলে স্বর্ণপদক জয় তিতলি'র।
advertisement
5/5
এই সাফল্য আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য। মিড ডে মিল রান্নার কর্মী মা'য়ের স্বপ্নপূরণের আরও একধাপ এগিয়ে বলে জানায় তিতলি। এ প্রসঙ্গে তাঁর গ্রামের প্রশিক্ষক প্রলয় বাগ জানান, শৈশব থেকেই তিতলি'র যোগা ও ভারত্তোলনে । প্রতিবন্ধকতার নানা বেড়াজল ঠেলে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weight Lifting : ওয়েট লিফটিং ন্যাশনাল স্কুল গেমসে সোনার পদক জয় হাওড়ার মেয়ের তিতলির
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল