TRENDING:

Lakshmi Puja: লক্ষ্মীপুজোয় চোখধাঁধানো থিম-আকর্ষণীয় প্রতিমা! উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়, আলোয় ঝলমলে গঙ্গাধরপুরের ছবি দেখুন

Last Updated:
Gangadharpur Lakshmi Puja: লক্ষ্মীপুজোর সময় গ্রামের ঘরে ঘরে আত্মীয়স্বজনে ভরে ওঠে। মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পার্শ্ববর্তী গ্রাম থেকে পুজোর দিন এবং পরেরদিন সন্ধ্যায় দর্শনার্থীরা ভিড় করেন। এবারের পুজোর দিন সন্ধ্যাতেও গঙ্গাধরপুর গ্রাম জুড়ে দর্শনার্থীদের ঢল দেখা গেল।
advertisement
1/5
লক্ষ্মীপুজোয় চোখধাঁধানো থিম-আকর্ষণীয় প্রতিমা! আলোয় ঝলমলে গঙ্গাধরপুরের ছবি দেখুন
কোজাগরী লক্ষ্মীপুজোয় গঙ্গাধরপুরে চেনা ছবি। লক্ষ্মীপুজোর সন্ধ্যা মানে গ্রামের রাস্তায় উপচে পড়ে দর্শনার্থীর ভিড়। দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব হলেও এই গ্রাম অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত। কয়েক বছর আগে অবধি দুর্গা ঠাকুর দেখতে হলে পার্শ্ববর্তী গ্রামে যেতে হত। তবে হাওড়ার গঙ্গাধরপুর গ্রামে প্রধান উৎসব লক্ষ্মীপুজো। সারাবছরের অপেক্ষা শেষে লক্ষ্মীপুজোয় আলোয় ঝলমল করে উৎসবে মেতে উঠত গোটা গ্রাম। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
গ্রামে দুর্গাপুজোর চল ছিল না। নতুন করে দুর্গাপুজো হলেও এখানকার প্রধান উৎসব লক্ষ্মীপুজো। এই গ্রামে দুর্গাপুজোর কিছুদিন আগে থেকে লক্ষ্মীপুজোর প্রস্তুতি চলে। গ্রামের কয়েকশো মিটারের মধ্যে ১২-১৫টি মণ্ডপ ও প্রতিমা রয়েছে। পুজো উদ্যোক্তাদের হাতে অধিকাংশ মণ্ডপ সেজে ওঠে। এই সমস্ত মণ্ডপ এবং প্রতিমা দেখতেই মানুষের ঢল নামে।
advertisement
3/5
দুর্গাপুজোয় সর্বত্র যখন উৎসবে মেতে ওঠে, সেই সময় গঙ্গাধরপুর গ্রামে জোরকদমে লক্ষ্মীপুজোর প্রস্তুতি চলে। লক্ষ্মীপুজোয় এই গ্রামের ৮ থেকে ৮০ সকলেই নতুন পোশাক পরে উৎসবে শামিল হন। লক্ষীপুজোকে কেন্দ্র করে গ্রাম জুড়ে কয়েকদিন ব্যাপী নানা অনুষ্ঠান হয়।
advertisement
4/5
লক্ষ্মীপুজোর সময় গ্রামের ঘরে ঘরে আত্মীয়স্বজনে ভরে ওঠে। মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পার্শ্ববর্তী গ্রাম থেকে পুজোর দিন এবং পরেরদিন সন্ধ্যায় দর্শনার্থীরা ভিড় করেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন উৎসব আরও জৌলুসময় হয়ে উঠেছে। দু'দশক আগে এই গ্রামে দুর্গাপুজোর সূচনা হয়েছে। তাতে ক্রমশ লক্ষ্মীপুজোর জৌলুস ফিকে হয়ে পড়ে ও মানুষের আগ্রহ কম হয়। পুজোর সন্ধ্যায় সেভাবে মানুষের ভিড় লক্ষ্য করা যায়নি। কিন্তু গত বছর থেকে আবারও মানুষের ভিড় চোখে পড়ছে। এবারের পুজোর দিন সন্ধ্যাতেও গ্রাম জুড়ে দর্শনার্থীদের ঢল দেখা গেল।
advertisement
5/5
গঙ্গাধরপুর গ্রামে লক্ষ্মীপুজোর ঐতিহ্য ৫০-৬০ বছরের। গত প্রায় পাঁচ দশকে আকর্ষণীয় মণ্ডপ ও প্রতিমা দর্শনে ক্রমশ মানুষের আগ্রহ বেড়েছে। তারপর কয়েক বছর মানুষের আকর্ষণ একটু কমলেও গত বছর থেকে গঙ্গাধরপুর গ্রামের লক্ষ্মীপুজোয় আবার দর্শনার্থীদের ঢল নেমেছে। বিভিন্ন মণ্ডপে চোখধাঁধানো থিম ও আকর্ষণীয় প্রতিমা। গ্রামের উল্লেখযোগ্য পুজোগুলি হল, গঙ্গাধরপুর বাঘা যতীন স্পোর্টিং ক্লাব, বালক সংঘ, কালিতলা আমরা সবাই, গঙ্গাধরপুর তরুণ সংঘ ও গোল্ডস্টার ক্লাব। গঙ্গাধরপুরের পাশাপাশি গোণ্ডলপাড়া গ্রামের কয়েকটি মণ্ডপে জাঁকিয়ে লক্ষ্মীপুজোর আয়োজন হয়। উৎসব, অনুষ্ঠানের সঙ্গে মেলা বসে। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Lakshmi Puja: লক্ষ্মীপুজোয় চোখধাঁধানো থিম-আকর্ষণীয় প্রতিমা! উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়, আলোয় ঝলমলে গঙ্গাধরপুরের ছবি দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল