Howrah Fire: বালি নিবেদিতা সেতুর নিচে ভয়াবহ আগুন! দাউদাউ করে জ্বলল পরপর দোকান, আতঙ্ক এলাকায়
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah Fire: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বালি নিমতলায়। সোমবার ভোরে হাওড়ার বালি নিবেদিতা সেতুর নিচে আগুন লাগে। পরপর চারটি দোকানঘর আগুনে ভস্মীভূত হয়েছে।
advertisement
1/5

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পরপর দোকান ঘর। ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বালি নিমতলায়। বালি নিবেদিতা সেতুর নিচে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সোমবার ভোরে পরপর চারটি দোকানঘর আগুনে ভস্মীভূত হয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
রাস্তার পার্শ্ববর্তী দোকানঘর ভোররাতে দাউ-দাউ করে জ্বলে উঠল। সারি সারি দোকানঘর, একটি দোকান থেকে অন্য দোকানে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। প্রথমে সেই আগুন নেভাতে স্থানীয়রা চেষ্টা করে। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন আয়ত্তে আসার পরেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক কমেনি।
advertisement
3/5
বালি নিবেদিতা সেতুর নিচে রাস্তার পার্শ্ববর্তী দোকানে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন প্রায় দু'ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের রেশ ছিল ভয়ানক। এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় যেকোন মুহূর্তে আগুন আরও ভয়াবহ আকার নেওয়ার সম্ভাবনা ছিল। দমকলের চেষ্টায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
advertisement
4/5
ঘটনাস্থলের কাছেই বস্তি এলাকা। আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি হত। দাউদাউ করে জ্বলছে আগুন। আগুন দেখে স্থানীয় মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়া আটকাতে স্থানীয় মানুষেরা মরিয়া চেষ্টা চালায়।
advertisement
5/5
দোকানের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে আরও আগুন ছড়িয়ে পড়ে। হতাহতের কোনও খবর নেই। নিবেদিতা সেতুর উপর যান চলাচল কিছুটা প্রভাবিত হয় অগ্নিকাণ্ডের কারণে। দিল্লি ও বম্বে রোড যাওয়ার বালি ব্রিজের নিচে আগুন লাগে। ফলে সমস্যা তৈরি হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ, চায়ের দোকান, এবং অন্যান্য কয়েকটি দোকানঘরও। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah Fire: বালি নিবেদিতা সেতুর নিচে ভয়াবহ আগুন! দাউদাউ করে জ্বলল পরপর দোকান, আতঙ্ক এলাকায়