Drama Festival 2025: হাওড়ায় শুরু জাতীয় নাট্য উৎসব! ৭ দিনে ১৯টি নাটক দেখার সুযোগ, সময়সূচী, টিকিটের মূল্য, কোন থিয়েটার রইল বিস্তারিত
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah Drama Festival 2025: হাওড়ায় শুরু হয়েছে ২০২৫ জাতীয় নাট্য উৎসব। বৃহস্পতিবার ডাঃ কৃষ্ণমোহন মজুমদার স্মরণে জাতীয় নাট্য উৎসবের শুভ সূচনা হয়। ৭ দিনে ১৯টি নাটক মঞ্চস্থ হবে।
advertisement
1/8

হাওড়ার এক মঞ্চে ভিন জেলা ও ভিন রাজ্যের নাট্য দলের উপস্থাপনায় মঞ্চস্থ হল নাটক। সেই সব নাটক চাক্ষুষ করার সুযোগ পাচ্ছেন জেলাবাসী। একযুগের এই উৎসবে নাটকের প্রতি আগ্রহ বেড়েছে নবীন প্রজন্মের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/8
বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমে আসক্তি বেড়ে চলেছে। তবে একাংশের মানুষের কাছে লাইভ পারফর্মিং আর্টস বা নাটকের আকর্ষণ রয়েছে অন্য মাত্রায়। যেখানে নতুন প্রজন্ম মুঠো ফোনে বুঁদ হয়ে রয়েছে। এমন সময় হাওড়া শহরের একপ্রান্তে চিত্র বদল, নাটকে মন দিয়েছে বহু যুবক-যুবতী।
advertisement
3/8
প্রবীণ নাট্য প্রেমীদের সঙ্গে নাট্য উৎসবে সামিল হয়েছেন নতুন প্রজন্ম। নবীন-প্রবীণ এক হয়ে নাট্য চর্চা। একই সঙ্গে দর্শক আসন আলোকিত করেছেন প্রবীনদের পাশপাশি নতুন প্রজন্মও। দারুণ আগ্রহ মানুষের। বৃহস্পতিবার হাওড়ায় ডাঃ কৃষ্ণমোহন মজুমদার স্মরণে জাতীয় নাট্য উৎসবের সূচনা হয়।
advertisement
4/8
২০২৫ জাতীয় নাট্য উৎসবে ৭ দিনে ১৯টি নাটক মঞ্চস্থ হবে। জেলার নাট্য দলের পাশাপাশি বিভিন্ন জেলা ও রাজ্যের নাট্য শিল্পী ও নাট্য দল অংশ গ্রহণ করেছে এই জাতীয় নাট্য উৎসবে।
advertisement
5/8
সাঁতরাগাছি বাণী নিকেতন ইনস্টিটিউট হলে প্রথম দিনে কথক পারফর্মিং রেপর্টয়্যার প্রযোজনায় 'প্রবাহিনী কাদম্বিনী' , কল্যাণী কলামন্ডলম প্রযোজনায় 'ম্যাকবেথ মিরর' এবং আমরা প্রযোজনায় 'একটি ভালবাসার গল্প' এর মতো বিভিন্ন বিখ্যাত নাটক মঞ্চস্থ হবে।
advertisement
6/8
ভোলাগিরি কলা মন্দির মঞ্চে প্রথম দিনে বিদূষক নাট্য মণ্ডলী প্রযোজনায় 'শাস্তি', বাউড়িয়া চিত্রপট প্রযোজনায় 'অনুপমার প্রেম', দ্বিতীয় দিনে হাতিবাগান স্পর্শ প্রযোজনায় 'অর্থদান', নাট্য চেতনা উড়িষ্যা প্রযোজনায় 'বর্ষা' মতো বিভিন্ন জনপ্রিয় নাটক মঞ্চস্থ হবে।
advertisement
7/8
২০২৫ জাতীয় নাট্য উৎসবে ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি বাণী নিকেতন ইনস্টিটিউট হলে চারদিনে মোট ১২টি নাটক মঞ্চস্থ হবে। ভোলাগিরি কলামন্দির মঞ্চে ১৫ই ডিসেম্বর থেকে ১৭ই ডিসেম্বর পর্যন্ত ৩ দিনে মোট ৭টি নাটক মঞ্চস্থ হবে। ৭ দিনে মোট ১৯টি নাটক।
advertisement
8/8
প্রতিদিন বিকেল ৫:৩০ থেকে দু'টি ও তিনটি করে নাটক পরিবেশিত হবে। ১২ বছর ধরে চলা এই জাতীয় নাট্য উৎসবে মানুষের দারুণ সারা। বিশেষ করে নতুন প্রজন্মের আগ্রহ দারুন বলেই জানান, প্রশান্ত ভট্টাচার্য ও কৃতি মজুমদার। তারা আরও জানান, সারা বছর ছোট-বড় ১০-১২টি ওয়ার্কশপ আয়োজিত হয়। এর মাধ্যমে নতুন প্রজন্ম উঠে আসছে । (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Drama Festival 2025: হাওড়ায় শুরু জাতীয় নাট্য উৎসব! ৭ দিনে ১৯টি নাটক দেখার সুযোগ, সময়সূচী, টিকিটের মূল্য, কোন থিয়েটার রইল বিস্তারিত