TRENDING:

খুচরো পয়সা-ভাঙা কাঁচের চুড়ি দিয়ে দুর্গা প্রতিমা! লোহার কারিগরের তুখোড় হাতের কাজ, ভিনজেলাতেও পৌঁছেছে হাওড়ার শিল্পীর তৈরি মূর্তি

Last Updated:
Durga Idol: বিগত কয়েক বছরে প্রতিমা তৈরিতে চমক দিচ্ছেন হাওড়ার বাগনানের শ্যাম জানা। এবার খুচরো পয়সা ও ভাঙা কাঁচের চুড়ি দিয়ে দুর্গা মূর্তি তৈরি করছেন এই শিল্পী।
advertisement
1/5
খুচরো পয়সা-ভাঙা কাঁচের চুড়ি দিয়ে দুর্গা প্রতিমা! হাওড়ার লোহার কারিগরের তুখোড় হাতের কাজ
খুচরো পয়সার দুর্গা! শ্যাম জানা পেশায় লেদ মিস্ত্রী। তিনিই তৈরি করলেন খুচরো পয়সার প্রতিমা। লোহার কারখানার একজন দক্ষ কারিগর হলেও নেশায় প্রতিমা শিল্পী। প্রতি বছর তাঁর হাতে দুর্গার চমকপ্রদ রূপের আবির্ভাব ঘটে। এবার কাঁচের চুড়ি এবং খুচরো পয়সার দুর্গা তৈরি করেছেন। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
ছোটোখাটো চেহারার শ্যামের মধ্যে শৈল্পিক নৈপুণ্যতার কোনও খামতি নেই। সেই শিল্পজ্ঞানেই মাটির তৈরি প্রতিমার পাশাপাশি নারকেল ছোবড়া, সুপারি, কিছু ভাঙা কাঁচের চুড়ি ও গামছার মতো বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করছেন। এহেন জিনিস দিয়ে প্রতিমা তৈরিতে বিস্তীর্ণ এলাকাজুড়ে শ্যাম জানার বেশ সুনাম রয়েছে। তাঁর হাতে তৈরি প্রতিমা হাওড়া জেলার পাশাপাশি হুগলি এবং মেদিনীপুরের বিভিন্ন স্থানে পৌঁছেছে।
advertisement
3/5
হাওড়া শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজের জন্য রোজ ভোর ছ'টায় বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যে ছ'টায় বাড়ি আসা। প্রতিদিনের কাজের ফাঁকে তথা সন্ধ্যায় বাড়ি ফিরে প্রতিমা তৈরির কাজে মেতে উঠেন এই শিল্পী। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এবং কালীপুজোয় প্রতিমা তৈরির ভীষণ চাপ থাকে।
advertisement
4/5
যে হাতে লোহার উপর লোহার আঘাতে ঠুকঠাক শব্দে ধাতব জিনিস, যন্ত্রাংশ তৈরি হয়, সেই হাতের নিপুণ ছোঁয়ায় দেবী দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতীর মতো প্রতিমা রূপ পান। প্রতিবছর দুর্গাপুজোর আগে শিল্পী শ্যাম জানার হাতে তৈরি প্রতিমায় কী থাকছে সেদিকে জেলার মানুষের নজর থাকে।
advertisement
5/5
এবার শিল্পী শ্যাম জানার হাতে তৈরি হচ্ছে কাঁচের দুর্গা ও অচল পয়সার দুর্গা। হাওড়ার বাগনানের সন্তোষপুর গ্রামের বাসিন্দা শ্যাম। সারা বছর সংসার চালাতে সাতসকালে সাইকেল নিয়ে রেল স্টেশন পৌঁছন। এরপর বাগনান স্টেশন থেকে ট্রেন ধরে শহর হাওড়ায় পৌঁছাতে হয়। তবে পুজোর কয়েকটা দিন কারখানার কাজের পাশাপাশি চলে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে সঙ্গত দেন স্ত্রী তৃষ্ণা, কন্যা সুস্মিতা ও পড়ুয়া প্রতিবেশী বিজয় দাস। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
খুচরো পয়সা-ভাঙা কাঁচের চুড়ি দিয়ে দুর্গা প্রতিমা! লোহার কারিগরের তুখোড় হাতের কাজ, ভিনজেলাতেও পৌঁছেছে হাওড়ার শিল্পীর তৈরি মূর্তি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল