Miniature Durga Idol: চাকরির ফাঁকেই মূর্তি গড়ার কাজ! জয়ন্তর তৈরি প্রতিমা পাড়ি দিচ্ছে রাঁচি-শিলিগুড়ি, দাম কত জানেন?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Miniature Durga Idol: অফিসের কাজ সামলে সন্ধ্যায় বাড়ি ফেরা। এরপর রাত জেগে প্রতিদিন ঠাকুর গড়া। প্রতিটি প্রতিমা একে অপরের থেকে আলাদা। শিল্পী জয়ন্তর তৈরি প্রতিমার বরাত ক্রমে বেড়েই চলেছে
advertisement
1/5

<strong>হাওড়া, রাকেশ মাইতিঃ</strong> চাকরিজীবী জয়ন্তর হাতে তৈরি দুর্গা পাড়ি দিচ্ছে রাঁচি, শিলিগুড়ি। লকডাউনের সময় থেকে মিনিয়েচার মাটির দুর্গা প্রতিমা গড়া শুরু করেন হাওড়ার শিল্পী জয়ন্ত অধিকারী। সেই থেকে সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিবছর প্রতিমার বরাত সংখ্যা বেড়েছে। সাবেকিয়ানা ও থিম- দুই ধরণের প্রতিমাই তৈরি করছেন শিল্পী।
advertisement
2/5
বেসরকারি চাকরির পাশাপাশি প্রতিবছর দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকে প্রতিমা তৈরির কাজে লেগে পড়েন জয়ন্ত। পুজোর প্রায় এক মাস আগে থেকেই হাওড়া থেকে বিভিন্ন শহরে পাড়ি দেয় এই শিল্পীর হাতে তৈরি দুর্গা। দুর্গাপুজো শেষ হলেই আবার নতুন বরাত মেলে। অধিকাংশ প্রতিমার বরাত অনলাইনেই আসে। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
3/5
শৈশব থেকে ছবি আঁকার প্রতি দারুণ মনোযোগী জয়ন্ত। সেই সময় থেকেই কাগজের প্রতিমা তৈরি করতেন তিনি। এরপর লকডাউন তথা করোনাকালে যখন সকলে এক এক করে কাজ হারিয়ে ফেলছেন, সেই সময় জয়ন্তরও কাজ চলে যায়। তবে হতাশ হয়ে বসে না থেকে গৃহবন্দী অবস্থায় শৈশবের ভাললাগাকে ফিরে পেয়েছিলেন তিনি। কাদা দিয়ে মূর্তি ভাঙা-গড়ার নেশায় পার হয়েছিল লকডাউন। সেইসময় একটি প্রতিমা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়লে পরের বছর থেকেই বরাত আসতে শুরু করে। এখন পুজো এলেই দারুণ চাপ শিল্পীর। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
4/5
অফিসের কাজ সামলে সন্ধ্যায় বাড়ি ফেরা। এরপর রাত জেগে প্রতিদিন ঠাকুর গড়া। প্রতিটি প্রতিমা একে অপরের থেকে আলাদা। শিল্পী জয়ন্তর তৈরি প্রতিমার বরাত বেড়েই চলেছে। তবে এবার নতুন অফিসে কাজে যোগদান, হাতে সময় কম। গতবছর ২১টি দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন তিনি। এবার সময়ের অভাবে মাত্র ১৩টি প্রতিমা তৈরি করেছেন। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
5/5
৮-১০ ইঞ্চি থেকে এক-দেড় ফুট উচ্চতার প্রতিমা। শৌখিন কারুকার্য ক্ষুদ্র হলেও বড় প্রতিমার থেকে সৌন্দর্যে কোনও তফাৎ নেই। এই প্রসঙ্গে শিল্পী জয়ন্ত অধিকারী জানান, এবার ৩০০০-৯০০০ টাকা পর্যন্ত দামের প্রতিমা তৈরি হচ্ছে। দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মী, কালী, সরস্বতী, জগদ্ধাত্রী পুজো মিলিয়ে প্রায় সারা বছর প্রতিমা তৈরির বরাত আসে। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Miniature Durga Idol: চাকরির ফাঁকেই মূর্তি গড়ার কাজ! জয়ন্তর তৈরি প্রতিমা পাড়ি দিচ্ছে রাঁচি-শিলিগুড়ি, দাম কত জানেন?