TRENDING:

Whistling Duck : মাছ ধরার ফাঁদে ফেঁসে গেল সরাল হাঁসের ছানা, সাতসকালে আটল তুলতেই চমক! উদ্ধার করলেন পরিবেশকর্মীরা

Last Updated:
Whistling Duck : মাছের খোঁজে পাতা হয়েছিল আটল, সেই আটলে মিলল শাবক সরাল, পরিবেশ কর্মীদের তৎপরতায় উদ্ধার।
advertisement
1/5
মাছ ধরার ফাঁদে ফেঁসে গেল সরাল হাঁসের ছানা, সাতসকালে আটল তুলতেই চমক হাওড়ায়
মাছ ধরার আটলে সরাল শাবক! সকালে মাছের খোঁজে আটল তুলতেই বেরিয়ে এল সরাল। হাওড়া জেলার গ্রামাঞ্চলে সরাল প্রজাতির হাঁস বাস করে। একটা সময় জেলায় প্রচুর পরিমাণে এদের দেখা মিললেও প্রতিকূল অবস্থার কারণে ক্রমশ এদের সংখ্যা কমে আসছে জেলায়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
সরাল হাঁস অনেক স্থানে সরালি , ছোট পাতিহাঁস বা গেছো হাস নামেও পরিচিত। ধান ক্ষেত সংলগ্ন স্থান জলাভূমিতে এদের বাস। ভারত এবং দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের দেখা যায়। শীতকালে এরা দলবদ্ধ ভাবে থাকে। ভারতের দেশীয় পাখি। শীতকালে হাওড়ার বিভিন্ন জলাশয় এদের দলবদ্ধ ভাবে ঘুরে বেড়াতে দেখে অনেকেই পরিযায়ী পাখি বলে মনে করেন।
advertisement
3/5
এদের গায়ের রঙ বাদামী রঙের হয়। দেহ এবং চঞ্চু আকারে অনেকটা গৃহপালিত হাঁসের মত দেখতে। এদিন হাওড়া আমতার কৃষিজমি সংলগ্ন একটি জলাশয় মাছ ধরতে বসানো হয়েছিল আটল। ঘটনাটি ঘটে আমতার কান্দুয়ায়। মাছ ধরার আটলটি তুলতে নজরে আসে সরাল। এরপর পরিবেশকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন ব্যক্তি। যত্নে উদ্ধার করে পুনরায় পরিবেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন পরিবেশ কর্মীরা।
advertisement
4/5
খবর যায় ' গ্রীন চেন মুভমেন্ট ' এর কাছে। সংগঠনের সদস্য প্রদীপ রঞ্জন রীত এবং সৌমেন মন্ডল ঘটনাস্থলে হাজির হন। আটল থেকে মুক্ত করা হয় বাচ্চা সরালটিকে। সেটিকে মুক্ত করা হয় ছোট মহরা গ্রাম লাগোয়া বিশাল দাদ খালির দ- এ। দ- এর চারপাশে অনেক বড়ো বড়ো গাছ রয়েছে যেখানে সহজে আশ্রয় নিতে পারবে সরাল'টি।
advertisement
5/5
এ প্রসঙ্গে পরিবেশকর্মী প্রদীপ রঞ্জন রীত বলেন, সরাল হাঁসের সংখ্যা খুব কমে গিয়েছে। আর গ্রামীণ হাওড়ায় এদের সেভাবে চোখে পড়েনা। জলাভূমি ভরাট হয়ে কল কারখানা গড়ে উঠছে। ফলে এদের বাসস্থান ছোট হয়ে আসছে। বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হচ্ছে বন্যপ্রাণীরা। তাই এদের চোখে পড়লে সযত্নে তাদের সুরক্ষা দেওয়া প্রয়োজন আমাদের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Whistling Duck : মাছ ধরার ফাঁদে ফেঁসে গেল সরাল হাঁসের ছানা, সাতসকালে আটল তুলতেই চমক! উদ্ধার করলেন পরিবেশকর্মীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল