TRENDING:

Durga Puja Liquor Shop : পুজোয় এবার মদের দোকান কতদিন বন্ধ? খোলা থাকবে কতক্ষণ? সুরাপ্রেমীদের জন্য বড় আপডেট, জেনে রাখুন

Last Updated:
Alcohol Durga Puja- গত কয়েক বছর ধরে পুজোর দিনগুলিতে মদের দোকান খোলা থাকে রাজ্যে। এবার দুর্গাপুজোর মধ্যে একটি দিন মদের দোকানবন্ধ থাকবে। সেদিন ‘ড্রাই ডে’। আর এতদিনে সেই দিনটার কথা প্রায় সকল সুরাপ্রেমীদের জানা।
advertisement
1/7
পুজোয় এবার মদের দোকান কতদিন বন্ধ? খোলা থাকবে কতক্ষণ? সুরাপ্রেমীদের জন্য বড় আপডেট
পুজোয় আনন্দে ভাসে বাঙালি। পুজোর এই সময় বন্ধুবান্ধবদের সঙ্গে একটু খাওয়া-দাওয়া, সুরা পান হয়েই থাকে অনেকের। তবে পুজোয় মদের দোকান কতদিন খোলা আর কবে বন্ধ, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে।
advertisement
2/7
বলাবাহুল্য পুজোর এই সময় মদের চাহিদা থাকে তুঙ্গে। তবে অনেকেই আগে থেকে মদ স্টক করে রাখেন না। ফলে পুজোর এই সময়টাতে অনেকেই মদের দোকানে লাইন দেন। আজ আমরা তাদের জানাব, এবার পুজোয় কতদিন মদের দোকান বন্ধ!
advertisement
3/7
গত কয়েক বছর ধরে পুজোর দিনগুলিতে মদের দোকান খোলা থাকে রাজ্যে। এবার দুর্গাপুজোর মধ্যে একটি দিন মদের দোকানবন্ধ থাকবে। সেদিন ‘ড্রাই ডে’। আর এতদিনে সেই দিনটার কথা প্রায় সকল সুরাপ্রেমীদের জানা।
advertisement
4/7
সবার আগে বলে রাখা ভাল, মদ্যপান স্বাস্থ্যের জন্য় ভাল নয়। আর পুজোর এই সময় কোনওভাবেই মদ্যপানের পর গাড়ি বা বাইক চালাবেন না। এবার আসা যাক আসল প্রসঙ্গে। আজ ষষ্ঠী, দেবীর বোধন। আজ মদের দোকান বছরের বাকি দিনগুলির মতো নির্ধারিত সময় পর্যন্ত খোলা।
advertisement
5/7
২ অক্টোবর গান্ধীজয়ন্তী, মহাত্মা গান্ধীর জন্মদিন। আর ওই দিনই বিজয়া দশমী। ফলে এবার সেদিন ড্রাই ডে। ওই দিন কিন্তু মদ কেনার কোনও সুযোগ থাকছে না। ফলে বিজয়া দশমীতে মদ্যপানের প্ল্যান থাকলে আগে থেকে মদ স্টক করে রাখতে হবে।
advertisement
6/7
আগে পুজোর সময় রাজ্যে দেড় দিন বন্ধ থাকত মদের দোকান। অষ্টমীতে গোটা দিন ও বিজয়া দশমীতে বিকেল পাঁচটার পর বন্ধ রাখতে হত দোকান। কিন্তু ২০১৬ সাল থেকে সেই নিয়মে বদলে হয়। আগে ঈদ ও মহাবীর জয়ন্তীতেও মদের দোকান বন্ধ রাখা হত। এখন অবশ্য ড্রাই ডে-র সংখ্যাও কমেছে।
advertisement
7/7
এখন প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, মহরম ও গান্ধীজয়ন্তী- এই পাঁচদিন রাজ্যে বন্ধ থাকে মদের দোকান। তবে এখন পুজোর সময় দোকান খোলাই থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Liquor Shop : পুজোয় এবার মদের দোকান কতদিন বন্ধ? খোলা থাকবে কতক্ষণ? সুরাপ্রেমীদের জন্য বড় আপডেট, জেনে রাখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল