Tarapith: মন্দির খোলা নিয়ম মেনে, কিন্তু তারাপীঠে আগতদের জন্য বড় খবর! না জেনে যাবেন না...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tarapith: তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি আগেই সিদ্ধান্ত নিয়েছিল, তারাপীঠ মন্দির আপাতত বন্ধ হচ্ছে না।
advertisement
1/5

ঝড়ের গতিতে বাড়ছে করোনা। এই পরিস্থিতিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাজ্যজুড়ে। বিভিন্ন তীর্থস্থানের ক্ষেত্রেও রাশ টানা হচ্ছে। এহেন প্রেক্ষাপটে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি আগেই সিদ্ধান্ত নিয়েছিল, তারাপীঠ মন্দির আপাতত বন্ধ হচ্ছে না। তবে মন্দির খোলা থাকলেও কোভিড বিধি মেনে চলতে হবে প্রত্যেককে। একসঙ্গে ৫০জনের বেশি মন্দিরে প্রবেশ করতে পারবেন না।
advertisement
2/5
কিন্তু তাতেও সংক্রমণ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। কারণ তারাপীঠের হোটেল গুলিতে ভিড় ঠাসা হলে, তখন সংক্রমণ রোখা সম্ভব হত না। তাই এবার নতুন সিদ্ধান্ত নিল বীরভূম জেলা প্রশাসন।
advertisement
3/5
জেলা প্রশাসন সূত্রে খবর, আজ, ৯ জানুয়ারি থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তারাপীঠের সমস্ত হোটেল বন্ধ রাখা হবে। অর্থাৎ, সেখানে কেউ হোটেল বুক করে থাকতে পারবেন না এই ক'দিন। তবে, মন্দির যেমন আগের মতোই ৫০ জন করে-করে খোলা থাকছে, তেমনই থাকবে।
advertisement
4/5
একইসঙ্গে তারাপীঠের রেস্তোরাঁগুলিও খোলা থাকবে। সেখানে ৫০ শতাংশ আসনে দর্শনার্থীরা খাওয়াদাওয়া করতে পারবেন। তবে, মন্দিরের অনলাইন বুকিং আগেই বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই ১৬জন অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে তারাপীঠ মন্দির চত্বরে। ভক্তদের কোভিড বিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে হচ্ছে।
advertisement
5/5
ভক্তরা বিধি মেনে গর্ভগৃহে ঢুকতে পারছেন। তবে কোনও ভাবেই মাতৃমূর্তিতে তাঁরা স্পর্শ করতে পারছেন না। মাতৃমূর্তি কোনওভাবে জড়িয়ে ধরাও যাবে না। এদিকে, এদিন থেকে অনির্দিষ্ট কালের জন্য সিউড়ির বাজারগুলি বিকেল ৫টার পর থেকে বন্ধ করে দেওয়া হল।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith: মন্দির খোলা নিয়ম মেনে, কিন্তু তারাপীঠে আগতদের জন্য বড় খবর! না জেনে যাবেন না...