TRENDING:

Hotel: মাত্র ২০ টাকায় হোটেল বুকিং! ডিসেম্বরে পুজো দিতে তারাপীঠ যাবেন? এখানেই থাকুন একেবারে সস্তায়

Last Updated:
Hotel Room: আপনি পেয়ে যাবেন মাত্র ২০ টাকার বিনিময়ে থাকার ব্যবস্থা। শুধুমাত্র ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাস আপনি এখানে এলে মাত্র ২০ টাকায় রাত্রিযাপন করতে পারবেন শীতের বস্ত্র-সহ।
advertisement
1/7
মাত্র ২০ টাকায় হোটেল বুকিং! পুজো দিতে তারাপীঠ যাবেন? এখানে থাকুন একেবারে সস্তায়
*দুর্মূল্যের বাজারে একটি হোটেলে রাত্রিবাস করতে কত টাকা খরচ হতে পারে বলে আপনার মনে হয়! কমপক্ষে ২০০ থেকে ৩০০ টাকা। তবে যদি বলি মাত্র ২০ টাকায় আপনি রাত্রিবাস করতে পারবেন হোটেলে তাহলে কেমন হয় বলুন তো। কী বিশ্বাস হচ্ছে না আসা করি? তবে গল্প হলেও এটাই বাস্তব। বীরভূমের রামপুরহাটে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এমনই এক বেসরকারি হোটেল চালু করেছেন। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে সোজা প্রায় এক কিলোমিটার পেরিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন রামপুরহাট ক্ষুদিরাম পল্লি ক্যানেল মোড়। আর সেখানে গেলেই আপনি পেয়ে যাবেন এই হোটেল যেখানে মাত্র ১০০ টাকায় গ্রীষ্মের সময় পেয়ে যাবেন ডরমেটরি রুম তাও আবার এসি। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*তবে এখানে যে শুধু ডরমেটরি রুম পাবেন সেটা না। পাশাপাশি পাবেন একা অথবা দু'জন থাকার মতো রুম। তবে তার জন্য আপনাকে একটু বেশি টাকা দিতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*শুধু এখানেই শেষ নয়।এখানে আপনি পেয়ে যাবেন মাত্র ২০ টাকার বিনিময়ে থাকার ব্যবস্থা। শুধু মাত্র ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাস আপনি এখানে এলে মাত্র ২০ টাকায় রাত্রিযাপন করতে পারবেন শীতের বস্ত্র-সহ। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*রাত ৮'টা থেকে সকাল ৮'টা পর্যন্ত এই ২০ টাকায় থাকতে পারবেন। তার বেশি সময় থাকলে আপনাকে আরও ২০ টাকা পেমেন্ট করতে হবে। হোটেল মালিক জানান, মূলত মানুষের সেবায় কাজে লাগার জন্য তার এই উদ্যোগ। তাদের যোগাযোগ নম্বর ৯৯৩২৪৪২১২৪ এবং ৮২৫০৩২৮৬৩০। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*মূলত প্রত্যেকদিন দেখা যায় রামপুরহাট হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়-স্বজনরা অসহায় অবস্থায় হসপিটাল চত্বরের মেঝেতে অথবা হসপিটালের বাইরে রাত্রি যাপন করেন।আর তাদের কথাই চিন্তা করে মূলত এই উদ্যোগ নিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। পাশাপাশি রামপুরহাট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত তারাপীঠ মন্দির। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*অনেকেই রয়েছেন যারা পয়সার অভাবে তারাপীঠ মন্দিরে এসে পুজো দিয়েই রাত্রিবেলাতেই বাড়ি ফিরে যান। তারাও এসে এই হোটেলে রাত্রিযাপন করে তারপরের দিন সকালে ট্রেন ধরে বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদী হোটেল মালিক। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hotel: মাত্র ২০ টাকায় হোটেল বুকিং! ডিসেম্বরে পুজো দিতে তারাপীঠ যাবেন? এখানেই থাকুন একেবারে সস্তায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল