TRENDING:

Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেল ভাড়া বাড়ল দ্বিগুণ, তিনগুণ! স্টিং অপারেশনে চাঞ্চল্যকর তথ্য, এসি, নন-এসি রুমের ভাড়া জানলে চোখ কপালে উঠবে

Last Updated:
Hotel Tariff become extremely high in Tarapith: কৌশিকী অমবস্যাতেই তারাপীঠে হোটেলের ভাড়া এক লাফে বাড়ল প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ। নিউজ 18 বাংলার স্ট্রিং অপারেশনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে তারাপীঠে হোটেল রাজ।
advertisement
1/8
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেল ভাড়া বাড়ল দ্বিগুণ,তিনগুণ!স্টিং অপারেশনে চাঞ্চল্যকর তথ্য
*অক্ষয় ধীবর, তারাপীঠ: কৌশিকী অমবস্যা মানেই পুণ্যার্থীদের ঢল। এবার এই কৌশিকী অমবস্যাতেই তারাপীঠে হোটেলের ভাড়া এক লাফে বাড়ল প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ। নিউজ 18 বাংলার স্ট্রিং অপারেশনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে তারাপীঠে হোটেল রাজ। জেলা প্রশাসনের কড়া নির্দেশ রয়েছে, এ বছর কোনওরকম তিনদিনের প্যাকেজে হোটেল বুকিং করা যাবে না, পুণ্যার্থীরা একদিনের জন্য হোটেল চাইলেও তাঁকে একদিনের জন্য ভাড়া দিতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই নিয়ম মানা হচ্ছে না আদৌ।
advertisement
2/8
*প্রতি বছর ভাদ্র মাসের শুরুতেই আসে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি। চলতি বছরে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২২ অগাস্ট ভাদ্র অমাবস্যা। তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১ঃ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১ঃ২৪ মিনিটে। এদিন তারাপীঠে মহা ধুমধাম করে মা তারার আরাধনা করা হয়।
advertisement
3/8
*কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে পুজো দিতে তারাপীঠে সমাগম হয় অসংখ্য পুণ্যার্থীর। তবে এবার সেই চেনা চেহারা কতটা দেখা যাবে তাই নিয়েই উঠছে প্রশ্ন। কারণ তারাপীঠের বিপুল সংখ্যক ভক্ত সমাগমকে কাজে লাগাতে চাইছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা।
advertisement
4/8
*উৎসবের আগেই আকাশ ছুঁয়েছে তারাপীঠের হোটেল ভাড়া। একদিনের জন্য মিলছে না হোটেলের ঘর। অন্তত তিনদিনের জন্য বুক করতে হচ্ছে হোটেল। আর সেই বুকিংয়ের জন্য খসাতে হচ্ছে মোটা টাকা। তারাপীঠে প্রায় ৪০০ হোটেল রয়েছে। নিউজ 18 বাংলার স্ট্রিং অপারেশনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, কোথাও নন এসি রুমের তিনদিনের ভাড়া ৬ হাজার তো কোথাও আবার এসি রুমের ভাড়া পড়ছে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা।
advertisement
5/8
*খাতায় কলমে এই ভাড়ার কথা বলা হলেও সময় এবং হোটেল ভেদে নন এসি রুমের ভাড়া পড়ছে প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ, যা দেখে মাথায় হাত পড়েছে পুণ্যার্থীদের। যদিও এই অতিরিক্ত ভাড়ার কথা অস্বীকার করেছে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।
advertisement
6/8
*নন-এসি রুম আগেঃ ৬০০ টাকা। এখন সেই ভাড়া ২,৫০০ টাকা থেকে ৩০০০ টাকা। এসি রুম আগে ছিল ১,৫০০ টাকা থেকে ২,৫০০। সেই একই ঘর এখন ৮,০০০ হাজার থেকে ১৫,০০০ টাকা। তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানান, হোটেল প্যাকেজ সিস্টেম উঠিয়ে দেওয়া হয়েছে, কৌশিকী অমাবস্যায় অতিরিক্ত হোটেল ভাড়া রুখতে হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ 'হেল্প ডেক্স' চালু করার জন্য। নির্দিষ্টভাবে কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
advertisement
7/8
*কৌশিকী অমাবস্যার এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক ইতিহাস। কথিত রয়েছে, সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্য়াপা সেদিন তারা মায়ের দেখা পেয়েছিলেন। এছাড়াও এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি ঐতিহাসিক ঘটনা।
advertisement
8/8
*পুরাণ অনুসারে, মহিষাসুরের অত্যাচারে হাত থেকে দেবতাদের রক্ষা করতে মা দূর্গা মহিষাসুর বধ করেছিলেন ঠিকই। তবে এই শান্তি খুব বেশি দিনের জন্য ছিল না। শোনা যায়, শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে পুনরায় দেবতারা অস্থির হয়ে পড়েন। তখন দেবী মহামায়া নিজের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে নতুন এক দেবীমূর্তির জন্ম দেন, তিনি হলেন দেবী কৌশিকী। এই ভাদ্র মাসের অমাবস্যাতেই শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন দেবী কৌশিকী। শোনা যায়, এরপর থেকে এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিতি লাভ করে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেল ভাড়া বাড়ল দ্বিগুণ, তিনগুণ! স্টিং অপারেশনে চাঞ্চল্যকর তথ্য, এসি, নন-এসি রুমের ভাড়া জানলে চোখ কপালে উঠবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল