TRENDING:

Couple Hotel Booking In Digha: দিঘায় ঘর বুকিং, একান্তে সময় কাটানোর জব্বর প্ল্যান, একটা ভুলে কিন্তু মাটি হয়ে যাবে সব, কী করে বাঁচবেন

Last Updated:
Hotel Booking In Digha: ইদানিংকালে দিঘায় যেসব পর্যটকরা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য নতুন নতুন নিয়ম জারি করা হচ্ছে। যে কারণে এই সকল নিয়ম পর্যটকদের জেনে রাখা জরুরী।
advertisement
1/7
দিঘায় ঘর বুকিং, একান্তে সময় কাটানোর জব্বর প্ল্যান, একটা ভুলে কিন্তু সব মাটি
দিঘা: এখন সারা বছরই দিঘায় পর্যটকদের ভিড় জমে। দিঘা হোটেল বুক করা নিয়ে মাঝে মধ্যেই প্রতারণার শিকার হয় পর্যটকেরা। দিঘায় পর্যটকদের হোটেল নিয়ে প্রতারকদের খপ্পরে পড়তে হবে না। বিশেষ উদ্যোগ নিল দিঘা শংকর পুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। বাঙালিদের পর্যটনের জন্য যে সকল জায়গা রয়েছে তাদের মধ্যে অন্যতম জায়গা হল দিঘা।
advertisement
2/7
সস্তায় সমুদ্র সৈকত ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই প্রথমেই দিঘার কথা মনে আসে। তবে ইদানিংকালে দিঘায় যেসব পর্যটকরা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য নতুন নতুন নিয়ম জারি করা হচ্ছে। যে কারণে এই সকল নিয়ম পর্যটকদের জেনে রাখা জরুরি।
advertisement
3/7
দিঘায় অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার কারণে। তাই পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দিঘাকে অপরাধমুক্ত সুন্দর এক পর্যটন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে প্রশাসন। পুলিশের তরফ থেকে অতিথি নামে একটি পোর্টাল চালু করা হয়েছে আগে। যে পোর্টালে দিঘায় আগত পর্যটকদের নথি আপলোড করতে হবে হোটেল কর্তৃপক্ষকে।
advertisement
4/7
পর্যটকরা হোটেল বুকিং করার সঙ্গে সঙ্গেই হোটেল কর্তৃপক্ষকে এই কাজটি সেরে নিতে হবে। অন্যদিকে এই কাজের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে পরিচয় পত্র নিয়ে এবার একটি পদক্ষেপ নেওয়া হল আর সেই পদক্ষেপে উপকৃত হবেন পর্যটকরা।
advertisement
5/7
উত্তরোত্তর দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে, পর্যটকের ভিড় যত বাড়ছে বিভিন্ন বিষয়ে পর্যটকদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সমস্যায় পড়া পর্যটকদের জন্য দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ আগেই একটি whatsapp নম্বর চালু করেছে। দিঘায় সমুদ্র স্নানের মজা উপভোগ করার পাশাপাশি ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পর্যটকদের কোন সমস্যার সম্মুখীন যদি হতে হয় তাহলে ৭৫০১২৯৫০০১ নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ ছবি বা ভিডিও পাঠানোর অনুরোধ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায় হোয়াটসঅ্যাপ নম্বর ৭৫০১২৯৫০০১ সবসময় পর্যটকদের সাহায্যে করতে প্রস্তুত।
advertisement
6/7
পর্যটকদের যাতে কোথাও কোনওরকম অসুবিধা না হয় তার জন্য দিঘায় হোটেল মালিক সংগঠনের তরফ থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সকল এজেন্টরা রয়েছেন তাদের আলাদা করে একটি পরিচয় পত্র বা আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। এজেন্টদের আইডেন্টিটি কার্ড দেওয়া শুরু হয়েছে।
advertisement
7/7
পর্যটকরা হোটেল বুকিংয়ের আগে ওই এজেন্টের পরিচয় পত্র দেখে নিশ্চিত হতে পারবেন যে, যে ব্যক্তিকে তারা বেছেছেন তিনি সত্যিই এজেন্ট। কারণ এজেন্টের নাম করে দিঘায় একশ্রেণীর মানুষ অবৈধ কারবার ফেঁদেছে। আর তাতে একদিকে যেমন পর্যটকেরা প্রতারিত হচ্ছে অন্যদিকে হোটেল ব্যবসায়ীরাও বিপদে পড়েছেন। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Couple Hotel Booking In Digha: দিঘায় ঘর বুকিং, একান্তে সময় কাটানোর জব্বর প্ল্যান, একটা ভুলে কিন্তু মাটি হয়ে যাবে সব, কী করে বাঁচবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল