Hot Humid Weather and Red Alert For Rain : দক্ষিণে ফিল লাইক তাপমাত্রা ৪০-র কোঠায়, উত্তরে বৃষ্টির রেড অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Hot Humid Weather and Red Alert For Rain : ভ্যাপসা প্যাচপ্যাচে গরম, দিঘায় ঘর্মাক্ত পরিবেশ, কেমন আবহাওয়া সারাদিন?
advertisement
1/5

মেদিনীপুর: সপ্তাহের দ্বিতীয় দিন রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম চারিদিকে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একই রকম ঘর্মাক্ত পরিবেশ এবং বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। তবে বুধবার থেকে বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায়। চলতি সপ্তাহের প্রথম দিন রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দ্বিতীয় দিনে বেশ গরম বিভিন্ন জায়গায়। তবে এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
2/5
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে সকাল থেকেই বেশ ভ্যাপসা গরম চারিদিকে। তবে দুপুর নাগাদ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
advertisement
3/5
একইভাবে রেল শহর খড়্গপুরেও সকাল থেকে বেশ ঝলমলে আকাশ। তবে বিকেলে এই পরিস্থিতি বদল হতে পারে। অন্যদিকে, দিঘাতেও সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দুপুর গড়াতে হাল্কা মেঘলা আকাশ তবে সেই অর্থে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পূর্ব মেদিনীপুর জেলার সামান্য কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
advertisement
4/5
শুধু তাই নয় দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে তবে বুধবার থেকে বদলাবে আবহাওয়া। স্বাভাবিকভাবে, সপ্তাহের দ্বিতীয় দিন বেশ অস্বচ্ছকর আবহাওয়া মেদিনীপুর জুড়ে।
advertisement
5/5
বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় বুধবার অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hot Humid Weather and Red Alert For Rain : দক্ষিণে ফিল লাইক তাপমাত্রা ৪০-র কোঠায়, উত্তরে বৃষ্টির রেড অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট