TRENDING:

Horrifying Accident: রানিহাটি মোড়ে গায়ে কাঁটা দেওয়া ছবি,লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে পুলিশ কিয়স্ক, রক্তাক্ত ২ পুলিশ কর্মী

Last Updated:
ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা রানিহাটি মোড়ে, লরির ধাক্কায় ভেঙে পড়ল পুলিশ কিয়স্ক, ঘটনায় আহত সিভিক ও ট্রাফিক গার্ড
advertisement
1/5
রানিহাটি মোড়ে ভয়ঙ্কর ছবি,লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে পুলিশ কিয়স্ক, রক্তাক্ত ২ পুলিশ কর্মী
রানিহাটি: লড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পুলিশ কিয়স্ক, আহত ২! ঠিক কী হয়েছিল? জানা যায় জাতীয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন দু'জন পুলিশ কর্মী। হঠাৎ একটি লড়ি দুরন্ত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশ কিয়স্কে। কংক্রিটের কিয়স্ক ধুলিস্যাৎ। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
জানা যায়, তখন ঘড়ির কাঁটায় ভোর পৌনে ৪টে। জাতীয় সড়কে সারিবদ্ধ গতিময় ট্রাক। একটু পরেই সকালের আলো ফুটবে, রাস্তায় যানবাহনের সঙ্গে মানুষজনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। দু'জন পুলিশ কর্মীর একজন রাস্তায় নেমে, অন্যজন ট্রাফিক কিয়স্ক থেকে যান নিয়ন্ত্রণ করছিলেন। কিছু বোঝার আগেই জোর ধাক্কা,হুড়মুড় করে ভেঙে পড়ল পুলিশ কিয়স্ক।
advertisement
3/5
দিনরাত সর্বদা ব্যস্ত ১৬ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের সঙ্গে রানিহাটি-আমতা রোড কানেক্টিং রানিহাটি মোড়। ব্যস্ত জায়গা, দুর্ঘটনার আশঙ্কাও প্রচুর। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা । দুর্ঘটনার ঝুঁকি কমাতে, দিনরাত পুলিশ কর্মীরা অতন্দ্র প্রহরী। এবার তাঁরাই দুর্ঘটনার কবলে! দু'জন পুলিশ কর্মী গুরুতরু ভাবে জখম লড়ির ধাক্কায়।
advertisement
4/5
কর্তব্যরত একজন সিভিক এবং অন্যজন টেম্পোরারি ট্রাফিক গার্ড (টিএইচজি)। সানোয়াজ মোল্লা ও দেবব্রত বণিক। মাথায় চোট, কলাড় বোন ও পা ভেঙে গুরুতর ভাবে জখম হয়েছেন। সকালে মানুষজন দেখেন ধ্বংসাত্মক ছবি রানিহাটি মোড়ে। রাস্তা'র উপর ভেঙে, মাটিতে মিশে গিয়েছে পুলিশ কিয়স্ক।
advertisement
5/5
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়ার দিক থেকে কলকাতা যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়ি সরাসরি পুলিশে কিয়স্কে ধাক্কা মারে। গতি বেশি থাকার ফলে পুলিশ কিয়স্ক ভেঙে গুড়িয়ে যায়। গুরুতর আহত হন দুই পুলিশ কর্মী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসা কেন্দ্রে পাঠায়। দুর্ঘটনার পর লড়ির চালক-খালাসি পলাতক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Horrifying Accident: রানিহাটি মোড়ে গায়ে কাঁটা দেওয়া ছবি,লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে পুলিশ কিয়স্ক, রক্তাক্ত ২ পুলিশ কর্মী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল