TRENDING:

Hooghly Weather Today: কনকনে হওয়া, হাড় কাঁপানো ঠাণ্ডা, শীতের জমাটি আমেজ হুগলিতে! আরও কি নামবে তাপমাত্রা! রইল আবহাওয়ার আপডেট

Last Updated:
Hooghly Weather Today: মাসকয়েক ধরেই বারবার শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বৃষ্টি। তবে সেসব কাটতেই এখন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের অনেক জেলা রয়েছে যেগুলির সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১০ ডিগ্রির কাছাকাছি।
advertisement
1/5
কনকনে হওয়া, হাড় কাঁপানো ঠাণ্ডা, শীতের জমাটি আমেজ হুগলিতে! আরও কি নামবে তাপমাত্রা!
মাসকয়েক ধরেই বারবার শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বৃষ্টি। তবে সেসব কাটতেই এখন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের অনেক জেলা রয়েছে যেগুলির সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১০ ডিগ্রির কাছাকাছি।
advertisement
2/5
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে শীতের আমেজ এখন জমজমাট। ঠিক সেই রকমই তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির কাছাকাছি না পৌঁছলেও অনেকটাই নেমেছে হুগলিতে। স্বাভাবিকভাবেই হুগলিতেও এখন শীতের আমেজ বেশ ভালই।
advertisement
3/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত হুগলির জন্য আবহাওয়া সংক্রান্ত কোনওরকম সর্তকতা নেই। বৃষ্টি অথবা শীতের পথে বাধা হওয়ার মতো প্রতিকূল পরিস্থিতি না হওয়ার ফলে আরও বেশ কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। তবে প্রশ্ন উঠছে তাহলে কি আরও তাপমাত্রা নামবে?
advertisement
4/5
আবহাওয়া দফতর সূত্রে যা জানা গিয়েছে তাতে সোমবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা স্থান বিশেষে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে রয়েছে। সকালের দিকে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে দিনের দেখা মিলবে। তবে এর সঙ্গে সঙ্গে রয়েছে ঠাণ্ডা হওয়া।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত হুগলিতে আবহাওয়ায় তেমন কোনও বদল আসবে না। আগামী এক সপ্তাহ পর্যন্ত একই রকম আবহাওয়া লক্ষ্য করা যাবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আর সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ থেকে ২৮ ডিগ্রির মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly Weather Today: কনকনে হওয়া, হাড় কাঁপানো ঠাণ্ডা, শীতের জমাটি আমেজ হুগলিতে! আরও কি নামবে তাপমাত্রা! রইল আবহাওয়ার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল