Hooghly Weather Today: হুগলিতে বাড়ল তাপমাত্রা! শীতের আমেজে সামান্য ভাটা, আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস দিল দফতর
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Today: টানা কয়েক দিন ধরে হুগলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেশ কিছুটা কম থাকার পর রবিবার থেকে তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রার পারদের সেই বৃদ্ধি টের পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকের মধ্যেই প্রশ্ন, কেমন থাকবে হুগলির আবহাওয়া।
advertisement
1/5

টানা কয়েক দিন ধরে হুগলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেশ কিছুটা কম থাকার পর রবিবার থেকে তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রার পারদের সেই বৃদ্ধি টের পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকের মধ্যেই প্রশ্ন, কেমন থাকবে হুগলির আবহাওয়া।
advertisement
2/5
সোমবার হুগলির আবহাওয়া সংক্রান্ত যে তথ্য পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা স্থান বিশেষে হুগলিতে ১৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে।
advertisement
3/5
গতবছর ১৫ ডিসেম্বর হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির কাছাকাছি। সেই জায়গায় এই বছর সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে।
advertisement
4/5
তবে শীত প্রেমীদের সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি দেখে চিন্তায় পড়ার কোনও কারণ নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বলা যেতে পারে এই তাপমাত্রা বৃদ্ধির শীতের আমেজে সাময়িক ভাটা। যদিও খুব একটা বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এমনও নয়।
advertisement
5/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিন কয়েক হুগলির সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও হেরফের দেখা যাবে না। কোনও কোনও দিন এক ডিগ্রি বাড়া কমা করতে পারে। এছাড়াও কুয়াশার দাপট দেখা যেতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমতে পারে বলেও পূর্বাভাস।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly Weather Today: হুগলিতে বাড়ল তাপমাত্রা! শীতের আমেজে সামান্য ভাটা, আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস দিল দফতর